সংক্ষিপ্ত
কিছুক্ষণ পরেই টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচ শুরু হতে চলেছে। গত টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডের কাছে হারের বদলা নেওয়ার লক্ষ্যে ভারত।
টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচ কি ঠিক সময়ে শুরু হবে? গায়ানায় বৃষ্টির পরিপ্রেক্ষিতে এই আশঙ্কা তৈরি হয়েছে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টায় ম্যাচ শুরু হওয়ার কথা। কিন্তু ম্যাচ শুরুর আগেই গায়ানায় বৃষ্টি হয়েছে। যদিও এই মুহূর্তে বৃষ্টি থেমে গিয়েছে। ফলে ঠিক সময়ে ম্যাচ শুরু হওয়ার আশা বাড়ছে। তবে ঘন কালো মেঘে ঢাকা গায়ানার আকাশ। সাড়ে চার ঘণ্টা আকাশ মেঘে ঢাকা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে ম্যাচ ঠিক সময়ে শুরু হলেও, ফের বৃষ্টি নামতে পারে। ফলে ম্যাচে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
ম্যাচ ভেস্তে গেলে কী হবে?
আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় সময় অনুযায়ী রাত ১টা বেজে ৪৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে। এই সময়ের মধ্যে খেলা শুরু করা সম্ভব হলে ১০ ওভারের ম্যাচ হবে। তবে বৃষ্টির জন্য যদি ম্যাচ শুরু করা সম্ভব না হয়, তাহলে ভারতই ফাইনালে পৌঁছে যাবে। কারণ, সুপার এইটে পয়েন্ট তালিকায় ইংল্যান্ডের চেয়ে এগিয়েছিল ভারত।
সেমি-ফাইনালে রিজার্ভ ডে নেই
টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় সেমি-ফাইনালের জন্য কোনও রিজার্ভ ডে রাখা হয়নি। তবে এই ম্যাচের জন্য অতিরিক্ত ২৫০ মিনিট বরাদ্দ করা হয়েছে। ম্যাচ যাতে হয়, তার জন্য সবরকম চেষ্টা করছেন আয়োজকরা। স্থানীয় সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টায় শুরু হচ্ছে ম্যাচ। ভারতীয় সময় অনুযায়ী রাত ১২টা ১০ মিনিট পর্যন্ত ২০ ওভারের ম্যাচ শুরু করার চেষ্টা চালানো হবে। তারপরেও অপেক্ষা করা হবে। তবে অন্তত ১০ ওভারের ম্যাচ করা সম্ভব না হলে ভেস্তে যাবে ম্যাচ। ৫ ওভারের ম্যাচ বা সুপার ওভার হবে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Rohit Sharma: 'মাথায় কিছু আছে?,' বল-বিকৃতির অভিযোগ নিয়ে ইনজামামকে পাল্টা তোপ রোহিতের
সেমিফাইনাল না খেলে সোজা ফাইনালে চলে যেতে পারে ভারত! দুর্ধর্ষ এই সমীকরণ সম্ভব কীভাবে, জানেন?