সংক্ষিপ্ত
ভারতে খেলা নিয়ে রাজনীতি নতুন কিছু নয়। ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ ফাইনালের পর যে বিতর্ক শুরু হয়েছিল, এবার টি-২০ বিশ্বকাপ চলাকালীন ফিরল সেই বিতর্ক।
রবিবার টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পরেই ফিরল 'অপয়া' বিতর্ক। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনাল হয়েছিল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারত। এরপর থেকেই সেই হারের জন্য মোদীকে দায়ী করেন অনেকে। প্রধানমন্ত্রীকে 'অপয়া' বলে আক্রমণ শুরু হয়। রাহুল গান্ধীও জনসভা থেকে মোদীকে 'অপয়া' বলেন। রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মোদী। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ভালো ব্যাটিং করতে পারেনি ভারতীয় দল। সেই সময় অনেকেই ভাবছিলেন, পাকিস্তানের কাছে হেরে যাবে ভারত। ফের 'অপয়া' বিতর্ক শুরু হয়েছিল। অনেকেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করছিলেন। কিন্তু জসপ্রীত বুমরার অসাধারণ বোলিংয়ের সুবাদে পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। এরপরেই বিরোধীদের পাল্টা আক্রমণ শুরু করেছেন মোদীর অনুগামীরা।
বুমরার দাপটে ভারতের জয়
রবিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯ ওভারে মাত্র ১১৯ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। টি-২০ ফর্ম্যাটে এই রান জেতার মতো নয়। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচে তো নয়ই। ফলে অনেকে ধরে নিয়েছিলেন, টি-২০ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বার পাকিস্তানের কাছে হারছে ভারত। কিন্তু ৭ উইকেটে ১১৩ রান করেই থেমে গেল পাকিস্তান। ৪ ওভার বোলিং করে ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন বুমরা। ২৪ রান দিয়ে জোড়া উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ফলে অভাবনীয় জয় পায় ভারতীয় দল।
সুপার এইটের পথে ভারত
চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম ২ ম্যাচেই জয় পাওয়ায় সুপার এইটে প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে ভারতীয় দল। তৃতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পেলেই সুপার এইটে নিশ্চিত হয়ে যাবে ভারত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
T-20 Cricket World Cup 2024: পরপর দুই ম্যাচে হার, বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত পাকিস্তানের
T-20 Cricket World Cup 2024: বোম্বেটে বুমরা! ১১৯ রান করেও পাকিস্তানকে হারাল ভারত
India Vs Pakistan: 'আমাদের মতোই কিউরেটররাও পিচ নিয়ে সংশয়ে,' পাকিস্তান ম্যাচের আগে সরব রোহিত