ICC T20 World Cup: অজিত আগরকর জানান, দলের একজন টপ-অর্ডার উইকেটকিপার ব্যাটারের প্রয়োজন ছিল এবং ১৫ সদস্যের দল বেছে নিতে গেলে কয়েকজন ক্রিকেটারকে বাদ দিতেই হত।

ICC T20 World Cup: প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছেন, শুধুমাত্র ফর্মের বাইরে থাকার কারণে সহ-অধিনায়ক শুভমান গিলকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়নি। সঠিক টিম কম্বিনেশন বেছে নিতে গিয়ে দুর্ভাগ্যবশত গিল বাদ পড়েছেন। 

আগরকরের কথায়, “আমরা সবাই জানি যে, গিল একজন দুর্দান্ত ক্রিকেটার। কিন্তু এখন তিনি রান করার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছেন। গত বিশ্বকাপেও গিলের খেলতে না পারাটা দুর্ভাগ্যজনক ছিল। কিন্তু বিশ্বকাপের আগে বিভিন্ন টিম কম্বিনেশন পরীক্ষা-নিরীক্ষা করার অংশ হিসেবে শুভমান গিলকে টপ অর্ডারে আবার সুযোগ দেওয়া হয়। সঠিক টিম কম্বিনেশন বেছে নিতে গিয়েই এই মুহূর্তে গিলকে দলে জায়গা হারাতে হয়েছে।"

নির্বাচক কমিটির বৈঠকের পর সাগবাদিক সম্মেলনে এসে অজিত আগরকর বলেন, দলের একজন টপ-অর্ডার উইকেটকিপার ব্যাটারের প্রয়োজন ছিল এবং ১৫ সদস্যের দল বেছে নিতে গেলে কয়েকজন ক্রিকেটারকে বাদ দিতেই হত। শুভমান গিলের পরিবর্তে অক্ষর প্যাটেলকে সহ-অধিনায়ক করার সিদ্ধান্তকেও আগরকর সমর্থন করেছেন। তিনি বলেন, গিলের আগে অক্ষর সহ-অধিনায়ক ছিলেন এবং গিল দলে না থাকায় অক্ষরকে আবার সহ-অধিনায়ক করাটাই স্বাভাবিক বিষয়।

View post on Instagram

অর্থাৎ, শুভমান গিলের বাদ পড়ার প্রধান কারণ হল টিম কম্বিনেশন। দলের একজন টপ-অর্ডারে ব্যাট করতে পারা উইকেটকিপার-ব্যাটারের প্রয়োজন ছিল। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর, শ্রীলঙ্কা সফরে গিল দলের অংশ ছিলেন। অন্যদিকে, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুরন্ত পারফর্ম করা ঈশান কিষাণকেও দলে সুযোগ দেওয়া হয়েছে। এমনকি, রিঙ্কু সিংকেও বেছে নিয়েছেন নির্বাচকরা।

View post on Instagram

আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় দলঃ সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার-ব্যাটার), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, যশপ্রীত বুমরা, হর্ষিত রানা, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, ঈশান কিষান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।