ICC T20 World Cup: আসন্ন টি-২০ ক্রিকেট ক্রিকেট বিশ্বকাপের দল ঘোষণা শনিবার। মুম্বইতে বিসিসিআই-এর সদর দফতরে অনুষ্ঠিত হতে চলা নির্বাচক কমিটির বৈঠকে অধিনায়ক সূর্যকুমার যাদবও অংশ নেবেন বলে জানা যাচ্ছে।

ICC T20 World Cup: আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় ক্রিকেট দলের স্কোয়াড শনিবার ঘোষণা করা হবে। অর্থাৎ, আসন্ন টি-২০ ক্রিকেট ক্রিকেট বিশ্বকাপের দল ঘোষণা শনিবার (t20 world cup squad announcement)। মুম্বইতে বিসিসিআই-এর সদর দফতরে অনুষ্ঠিত হতে চলা নির্বাচক কমিটির বৈঠকে অধিনায়ক সূর্যকুমার যাদবও অংশ নেবেন বলে জানা যাচ্ছে (BCCI squad announcement)। 

বিসিসিআই-এর সদর দফতরে দুপুর ১.৩০ মিনিটে দল ঘোষণা

অন্যদিকে, আগামী জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ এবং বিশ্বকাপের জন্য দল একসঙ্গে ঘোষণা করা হবে বলে সূত্রের খবর। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুরন্ত পারফর্ম করা ঈশান কিষাণকে আপাতত বিশ্বকাপের দলে বিবেচনা করা হবে না বলেই জানা যাচ্ছে।

মুম্বইতে, বিসিসিআই-এর সদর দফতরে দুপুর ১.৩০ মিনিটে দল ঘোষণা করা হবে। সঞ্জু স্যামসন বিশ্বকাপের দলে জায়গা করে নেবেন বলেই মনে করছেন অনেকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে বিশ্বকাপের আগে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলা ভারতীয় দলে বড় কোনও পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছে। তবে অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সহ-অধিনায়ক শুভমান গিলের খারাপ ফর্মই টিম ম্যানেজমেন্টের একমাত্র উদ্বেগের কারণ। 

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে

অপরদিকে, দলের উইকেটকিপার-ব্যাটার হিসেবে সঞ্জু স্যামসন এবং জীতেশ শর্মা দলে থাকবেন। পাশাপাশি ওয়াশিংটন সুন্দর? নাকি রিঙ্কু সিং দলে আসবেন? তা নিয়েও কৌতূহল তুঙ্গে। তিলক ভার্মার জায়গা মোটামুটি পাকা। অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল এবং শিবম দুবের সঙ্গে হার্দিক পান্ডিয়া থাকছেন।

যশপ্রীত বুমরা, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবকে নিয়ে তৈরি বোলিং লাইন-আপেও বিশেষ কোনও পরীক্ষা-নিরীক্ষার সম্ভাবনা নেই। উল্লেখ্য, গত ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয়। এবার আগামী বছরের ফেব্রুয়ারি মাসে, ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। 

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।