সংক্ষিপ্ত
ফের একবার বাংলাদেশ বধ ভারতের।
মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ ক্রিকেট বিশ্বকাপে (ICC T-20 Cricket World Cup) রীতিমতো দাপট দেখাচ্ছে ভারতের মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। কোনও ম্যাচ না হেরে সেমিফাইনালে পৌঁছে গেল তারা।
সুপার সিক্সের ম্যাচে বাংলাদেশকে কার্যত, উড়িয়ে দিল ভারতের প্রমীলা বাহিনী। এদিন বল হাতে দাপট দেখালেন চম্বলের বৈষ্ণবী শর্মা। ম্যাচের সেরাও নির্বাচিত হন তিনি।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। এদিকে সর্বাধিক রান করেন অধিনায়ক সুমাইয়া আখতার। এই ম্যাচে ২১ রান করে অপরাজিত থাকেন তিনি। কোনও রকমে দলকে ৬৪ রান অবধি নিয়ে যান তিনি।
এদিন ভারতীয় বোলারদের দাপটে নাকানিচোবানি খান বাংলাদেশের ব্যাটাররা। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে নজর কেড়েছেন বৈষ্ণবী। চম্বলের প্রথম মহিলা ক্রিকেটার তিনি। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে নেমেই হ্যাটট্রিক সহ ৫ উইকেট নেন। আর এই ম্যাচেও তাঁর ঘূর্ণির সামনে বাংলাদেশের কোনও ব্যাটার মাথা তুলে দাঁড়াতেই পারেননি।
মোট চার ওভারে ১৫ রান দিয়ে ৩টি উইকেট নেন বৈষ্ণবী। বোলিং পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। মাত্র ৬৫ রান তাড়া করতে নেমে ৭.১ ওভারেই ম্যাচ জিতে নেয় ভারত। ওপেনার গোঙ্গারি তৃষা করেন ৪০ রান। অন্যদিকে, বাংলাদেশের ব্যাটারদের মতো বোলাররাও বিশেষ কিছু করে উঠতে পারেননি। খুব সহজেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।
ফলে, গ্রুপ-এ থেকে অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয় দেশ হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেল তারা। এদিকে ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।