ICC Women's World Cup 2025: মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের থিম সং গেয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। র্যাপের সঙ্গে দারুণ কম্বিনেশন, গানের নাম ‘ব্রিং ইট হোম’। এবার বিশ্বকাপের সময় সবকটি স্টেডিয়ামে চলবে এই গানটি।
ICC Women's World Cup 2025: শুরু হচ্ছে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ (icc women's world cup 2025 schedule)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারতের বুকে শুরু হতে চলেছে এই মেগা প্রতিযোগিতা। তার আগে শুক্রবার, এই টুর্নামেন্টের থিম সং প্রকাশ করল আইসিসি (2025 Women's Cricket World Cup)।
মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের থিম সং
মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের থিম সং গেয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। র্যাপের সঙ্গে দারুণ কম্বিনেশন, গানের নাম ‘ব্রিং ইট হোম’। এবার বিশ্বকাপের সময় সবকটি স্টেডিয়ামে চলবে এই গানটি।
আগামী ৩০ সেপ্টেম্বর, বিশ্বকাপের প্রথম ম্যাচ। মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কা। জানা যাচ্ছে, গুয়াহাটিতে ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানেও এটি গানটি গাইবেন শ্রেয়া ঘোষাল। আইসিসি-র তরফ থেকে ইতিমধ্যেই সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে।
থিম সিং ‘ব্রিং ইট হোম' গানের মধ্য দিয়ে মন জিতলেন ক্রিকেটপ্রেমীদের?
প্রসঙ্গত, এর আগে ২০২৫ সালের আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানেও গান গেয়েছিলেন তিনি। ইডেনে একদিকে ছিল তাঁর গান এবং অন্যদিকে, আলোর জাদু ও লেজার শো। কার্যত, ক্রিকেটপ্রেমীরা দারুণভাবে উপভোগ করেন সেই মেগা শো।
ফের একবার ক্রিকেট নিয়ে গান গাইলেন শ্রেয়া ঘোষাল। এবার থিম সিং ‘ব্রিং ইট হোম' গানের মধ্য দিয়ে মন জিতলেন ক্রিকেটপ্রেমীদের। প্রসঙ্গত, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ এবং চলবে ২ নভেম্বর পর্যন্ত। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে এবার আয়োজিত হচ্ছে এই মেগা টুর্নামেন্টের আসর। ১২ বছর পর, ভারতের মাটিতে আবারও ফিরতে চলেছে এই মেগা টুর্নামেন্ট।
ভারতের মোট পাঁচটি স্টেডিয়ামে এবং শ্রীলঙ্কার একটি স্টেডিয়ামে সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালটি খেলা হবে ২৯ অক্টোবর এবং দ্বিতীয় সেমিফাইনাল রয়েছে ৩০ আগামী অক্টোবর। এরপর ফাইনাল ২ নভেম্বর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
