সংক্ষিপ্ত

KKR vs RR Live Updates: চলতি আইপিএলে (IPL 2025) নিজেদের প্রথম জয় তুলে নিল কলকাতা।

KKR vs RR Live Updates: আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার, গুয়াহাটিতে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স  বনাম রাজস্থান রয়্যালস (Kolkata Knight Riders vs Rajasthan Royals)। সেই ম্যাচেই ৮ উইকেটে জয় পেল কেকেআর। বল হাতে রীতিমতো ভেলকি দেখালেন মইন আলি, বৈভব আরোরা, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। আর ব্যাট হাতে অনবদ্য ইনিংস উপহার দিলেন কুইন্টন ডি কক।

YouTube video player

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় কেকেআর (KKR)। আর শুরু থেকেই সতর্ক ছলেন কলকাতার বোলাররা। যেন কিছুতেই রাজস্থান (RR) ব্যাটারদের বেশিক্ষণ ক্রিজে টিকতে দেওয়া যাবে না। আর বাস্তবে হলও তাই (IPL 2025 Points Table)। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ১৫১ রান তুলতে সক্ষম হয় রাজস্থান। তার কারণ একটাই। সঠিক সময়ে কলকাতার বোলাররা রান আটকে দেন এবং উইকেট তুলে নেন। 

 

 

তবে সবাইকে অবাক করে দিয়ে এদিনের ম্যাচে কলকাতার প্রথম একাদশে আসেন মইন আলি। আর দলে জায়গা পেয়েই করলেন বাজিমাৎ। আর ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিল রাজস্থানের ব্যাটিং লাইন-আপ। মাত্র ২৯ রানে প্যাভিলিয়নে ফিরে যান দলের নির্ভরযোগ্য ওপেনার যশস্বী জয়সওয়াল। অন্যদিকে, মাত্র ১৩ রান করেন সঞ্জু স্যামসন। অধিনায়ক রিয়ান পরাগ কিছুটা লড়াই করার চেষ্টা করেন, তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তাঁর ঝুলিতে ২৫ রান (IPL 2025 Fisxtures)। 

নীতিশ রানার সংগ্রহে মাত্র ৮ রান এবং হাসারাঙ্গা করেন ৪ রান। তবে ধ্রুভ জুরেল কিছুটা লড়াই করেন। খেলেন ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। সেই ইনিংসের সুবাদেই ১৫০ রান টপকাতে পারে রাজস্থান। এছাড়া শুভম দুবের ঝুলিতে ৯ এবং হেটমেয়ার করেন ৭ রান। ফলে, বোঝাই যাচ্ছে যে, কোনও ব্যাটারই সেইভাবে দাঁড়াতে পারেননি (KKR vs RR Live Score)। বরং, বলা ভালো কেকেআর বোলাররা দুর্দান্ত বল করেন। এদিন মইন আলি নেন ২টি উইকেট। যার মধ্যে আবার জয়সওয়াল এবং নীতিশ রানার উইকেটটিও রয়েছে। 

এছাড়াও কেকেআর-এর (Kolkata Knight Riders) হয়ে ২টি করে উইকেট পেয়েছেন বৈভব আরোরা, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী (KKR vs RR Live Update)। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, চার ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন বরুণ। নিঃসন্দেহে দারুণ বোলিং বলা চলে। আর নাইট বোলারদের দাপট এমন জায়গায় গিয়ে পৌঁছয় যে, সেই সুবাদেই রাজস্থানের রান অনেকটা আটকে যায় এবং পরপর উইকেট পড়তে থাকে। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ১৫১ রান তুলতে সক্ষম হয় তারা। 

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চালাতে শুরু করেন নাইট ওপেনার ডি কক। এদিন তাঁর সঙ্গে ওপেন করতে নামেন মইন আলি। যদিও মইন আলির ঝুলিতে ৫ রান। কিন্তু জ্বলে ওঠেন ডি কক। তিনি ৬১ বলে ৯৭ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন এবং শেষ অবধি অপরাজিত থেকে মাঠ ছাড়েন। অন্যদিকে, অধিনায়ক অজিঙ্ক রাহানের সংগ্রহে ১৮ রান এবং রঘুবংশী শেষপর্যন্ত ২২ রানে অপরাজিত ছিলেন। বলা চলে, হেলায় এই ম্যাচ জিতে নিল কেকেআর। মাত্র ১৭.৩ ওভারে, ২ উইকেট হারিয়েই ১৫৩ রান তুলে নেয় কলকাতা।

কলকাতা নাইট রাইডার্স জয়ী ৮ উইকেটে এবং ম্যাচের সেরা কুইন্টন ডি কক (Quinton De Cock)। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।