IND U19 vs SA U19: বৈভবের দাপুটে ব্যাটিং নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। লং-অফের উপর দিয়ে ছক্কা মেরে ১৯ বলে হাফ সেঞ্চুরি সম্পন্ন করেন বৈভব।
IND U19 vs SA U19: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ দ্বিতীয় একদিনের ম্যাচে, বিস্ফোরক ব্যাটিং বৈভব সূর্যবংশীর (India U19 vs South Africa U19)। মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি করলেন তরুণ এই ভারতীয় তারকা। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে মুখোমুখি হয় অনূর্ধ্ব-১৯ ভারত বনাম অনূর্ধ্ব-১৯ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সেই ম্যাচেই কার্যত, দাপট দেখালেন বৈভব (india u19 vs south africa u19)।
বিধ্বংসী ব্যাটিং বৈভবের
আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের দেওয়া ২৪৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ভারতের স্কোর ২ উইকেট হারিয়ে ১০৩ রান। বৃষ্টির জন্য খেলা বন্ধ রয়েছে। বৈভবের বিস্ফোরক ব্যাটিংয়ের উপর ভর করেই ১০ ওভারে, ২ উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছে টিম ইন্ডিয়া।
১১ বলে ৯ রান করে বেদান্ত ত্রিবেদী এবং ৬ বলে ২ রান করে অভিজ্ঞন কুন্ডু ক্রিজে আছেন। ভারত অ্যারন জর্জএবং অধিনায়ক বৈভব সূর্যবংশীর উইকেট হারিয়েছে। ১৯ বলে ২০ রান করেছেন অ্যারন। তবে ওপেনিং জুটিতে বৈভবের দাপুটে ব্যাটিং নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। লং-অফের উপর দিয়ে ছক্কা মেরে ১৯ বলে হাফ সেঞ্চুরি সম্পন্ন করেন বৈভব।
এরপর তিনি পরপর দুটি ছক্কা ও একটি চার মারেন। ২৪ বলে ৬৮ রান করে খেলার নবম ওভারে, আউট হন বৈভব। তিনি মোট ১০টি ছয় এবং ১টি চার মারেন। বৈভবের করা ৬৮ রানের মধ্যে ৬৪ রানই এসেছে বাউন্ডারি থেকে।
লং-অফের উপর দিয়ে ছক্কা
এর আগে টসে জিতে, প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল জেসন রোয়েলসের সেঞ্চুরির জোরে একটি ভালো স্কোরে পৌঁছে যায়। শুরুর দিকে ৯৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও, পড়ে দক্ষিণ আফ্রিকাকে রোয়েলস এবং ড্যানিয়েল বোসম্যানের ৯৭ রানের জুটি ম্যাচে ফিরিয়ে আনে।
তবে ড্যানিয়েল বোসম্যানকে (৩১) আউট করে আর এস অভ্রিশ আঘাত হানলে দক্ষিণ আফ্রিকা আবার চাপে পড়ে যায় কিছুটা। ১১৩ বলে ১১৪ রান করা রোয়েলস সাতটি চার ও তিনটি ছয় মারেন। ভারতের হয়ে কিষাণ কুমার সিং চারটি এবং অভ্রিশ দুটি উইকেট নেন। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে, ভারত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২৫ রানে জয় পায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


