IND U19 vs UAE U19: শুক্রবার মুখোমুখি হয়েছে ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহী। আর সেই ম্যাচেই কার্যত, দাপুটে ব্যাটিং করলেন তরুণ বৈভব সূর্যবংশী। উপহার দিলেন অসাধারণ এক ক্রিকেটীয় ইনিংস।
IND U19 vs UAE U19: বৈভবের দাপট অব্যাহত। দুবাইতে চলছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। শুক্রবার মুখোমুখি হয়েছে ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহী (ind u19 vs uae u19)। আর সেই ম্যাচেই কার্যত, দাপুটে ব্যাটিং করলেন তরুণ বৈভব সূর্যবংশী। উপহার দিলেন অসাধারণ এক ক্রিকেটীয় ইনিংস (u19 asia cup)।
৯৫ বলে ১৭১ রানের দুরন্ত ইনিংস
এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরশাহী। আর ব্যাট করতে নেমেই, দাপট দেখাতে শুরু করেন টিম ইন্ডিয়ার অন্যতম তারকা বৈভব সূর্যবংশী। খেললেন ৯৫ বলে ১৭১ রানের দুরন্ত ইনিংস। যার মধ্যে ছিল ৯টি চার এবং ১৪টি ছয়। স্ট্রাইক রেট ১৮০.০০। নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে, রীতিমতো চালিয়ে খেলেন তিনি।
এর আগে আইপিএল এবং জাতীয় দলের জার্সি গায়ে একাধিকবার অসাধারণ ইনিংস উপহার দিয়েছেন তিনি। ফের একবার সেই ফর্মেই দেখা গেল তরুণ বৈভবকে। দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে শুক্রবার, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসরে মুখোমুখি হয়েছে ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহী। সেই ম্যাচেই ভারতের হয়ে ওপেন করতে নেমে বিধ্বংসী মেজাজে পাওয়া গেল বৈভব সূর্যবংশীকে।
রীতিমতো চমকে দিলেন ক্রিকেটপ্রেমীদের
৯৫ বলে ১৭১ রানের অনবদ্য ইনিংস খেলে রীতিমতো চমকে দিলেন ক্রিকেটপ্রেমীদের। দলের অধিনায়ক তথা আরেক ওপেনার আয়ুষ মাত্রে মাত্র ৪ রানে ফিরে গেলেও, হাল ধরেন বৈভব এবং উপহার দেন অনবদ্য সেঞ্চুরি। তিনি উদ্দিশ সুরির বলে আউট হন।
আপাতত ভারতের স্কোর ৩০০ রান ছাড়িয়ে গেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

