IND vs ENG Oval Test: ওভালে চলছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে পঞ্চম তথা শেষ টেস্ট। যে ম্যাচের দ্বিতীয় দিন ভারত অলআউট হয়ে গেছে এবং ইংল্যান্ড ব্যাট করতে নেমেছে। 

IND vs ENG Oval Test: ভারতকে কিছুটা লড়াইতে ফেরালেন করুণ নায়ার। তবে রান খুবই কম (IND vs ENG Live Score)। বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট (ind vs eng oval test)। 

দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতি

শুরু হয়েছে দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতি। যে ম্যাচের দ্বিতীয় দিন, ভারত অলআউট হয়ে গেছে এবং ইংল্যান্ড ব্যাট করতে নেমেছে। টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক অলি পোপ। আর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে, বেজায় বিপাকে পড়ে টিম ইন্ডিয়া। ওপেনার যশস্বী জয়সওয়াল ফিরে যান মাত্র ২ রানে এবং কেএল রাহুল করেন মাত্র ১৪ রান। তারা দ্রুত প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর, দলের হাল ধরেন সাই সুদর্শন। 

Scroll to load tweet…

তবে সামনে একাধিক রেকর্ড গড়ার হাতছানি থাকলেও মাত্র ২১ রান করে আউট হয়ে যান ভারত অধিনায়ক শুভমান গিল। তবে করুণ নায়ার অনেকটা লড়াই করেন। তাঁর সংগ্রহে ৫৭ রান। অন্যদিকে, রবীন্দ্র জাদেজা করেন ৯, পন্থের পরিবর্তে দলে আসা উইকেটকিপার-ব্যাটার ধ্রুভ জুরেলের ঝুলিতে ১৯ রান এবং ওয়াশিংটন সুন্দরের সংগ্রহে ২৬ রান। আকাশদীপ, মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণ খালি হাতে ফিরে যান। ভারত অলআউট হয়ে যায় মাত্র ২২৪ রানে। 

ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ৫ উইকেট নেন গাস অ্যাটকিনসন

Scroll to load tweet…

এছাড়াও ৩টি উইকেট পান জশ টাং এবং ১টি উইকেট ক্রিস ওকসের সংগ্রহে। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের স্কোর ১ উইকেট হারিয়ে ১০৯ রান। বেন ডাকেট ৪৩ রানে ফিরে গেলেও, জ্যাক ক্রলে ৫২ রানে এবং অলি পোপ ১২ রানে অপরাজিত রয়েছেন। আপাতত চলছে দ্বিতীয় দিনের লাঞ্চ ব্রেক। ইংল্যান্ড পিছিয়ে আছে ১১৫ রানে। ভারতের হয়ে আপাতত ১টি উইকেট পেয়েছেন আকাশদীপ। সিরিজে সমতা ফেরাতে গেলে ভারতকে এই ম্যাচ জিততেই হবে। নাহলে সিরিজে হার অপেক্ষা করে রয়েছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।