IND vs ENG Oval Test: এই মুহূর্তে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে আছে। শেষ ম্যাচটি ওভালে।
IND vs ENG Oval Test: ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ওভালে। আর সেই ম্যাচের জন্য এবার দল ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট দল (india national cricket team vs england cricket team)।
ম্যাঞ্চেস্টার টেস্ট রীতিমতো লড়াই করে ড্র করেছে ভারত
আগামী বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হচ্ছে সিরজের পঞ্চম তথা শেষ টেস্ট। আর এই টেস্টটি জিততেই হবে ভারতকে। কিন্তু বেজায় চাপে আছে ইংল্যান্ড। বিশেষ করে শেষ ম্যাচে যেভাবে ড্র করেছে টিম ইন্ডিয়া (india national cricket team vs england cricket team)। এবার তাই শেষ টেস্টের জন্য ১৫ জনের দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। তবে দেখা যাচ্ছে, আগের টেস্টের দল থেকে কাউকে বাদ দেওয়া হয়নি। তবে আরও এক অলরাউন্ডারকে দলে নিয়েছে তারা।
ওভাল টেস্টের আগে দলে ফিরেছেন অলরাউন্ডার জেমি ওভারটন
ভারতের বিরুদ্ধে চলতি সিরিজ়ে অলরাউন্ডারদের উপর বেশি ভরসা করছে ইংল্যান্ড। ওভারটনকে দলে নেওয়াতে এটা পরিষ্কার যে, সেই ভরসা আরও বেড়ে গেছে স্টোকসদের। তবে দলে ফিরতে পারেননি মার্ক উড। এই সিরিজ়ের আগে জানা গেছিল যে, পঞ্চম টেস্টের আগে দলে ফিরতে পারেন তিনি। কিন্তু বাস্তবে অবশ্য তা দেখা গেল না। এছাড়া দলে ফিরতে পারলেন না চোট পাওয়া আর এক পেসার অলি স্টোনও।
ম্যাঞ্চেস্টারে দুটি ইনিংস মিলিয়ে ২৫৭ ওভার বল করেছে ইংল্যান্ড। ফলে, তাদের পেসারদের উপর অনেকটাই বেশি ধকল গেছে। বিশেষ করে স্টোকসের কথা বলতেই হয়। তাঁকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে, বল করতে বেশ সমস্যা হচ্ছে। যেহেতু দুটি টেস্টের মাঝে ব্যবধান খুব কম, তাই বেশি বিশ্রাম পাবেন না বোলাররা। সেই কারণে, বোলিং আক্রমণের দিকে নজর রাখতে হবে তাদের।
ক্রিস ওকস চলতি সিরিজ়ে চারটে টেস্টই খেলেছেন
তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানা গেছে। তেমনটা হলে ওভারটন আবার দলে সুযোগ পাবেন। সেইসঙ্গে, গাস অ্যাটকিনসনকেও খেলানো হতে পারে। সেক্ষেত্রে ব্রাইডন কার্স বা জোফ্রা আর্চারের মধ্যে কেউ বিশ্রাম পেতে পারেন বলে খবর।
ইংল্যান্ড স্কোয়াডঃ বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, জ্যাক ক্রলে, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমিয়ে স্মিথ, লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, জেকব বেথেল, জেমি ওভারটন, জশ টং, গাস অ্যাটকিনসন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

