IND vs ENG Oval Test: গত ১৯৭১ সালে, ওভাল টেস্টের প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও প্রথম জয় পায় ভারত। সেইবার প্রথম ইনিংসে, ৭১ রানে পিছিয়ে থেকেও চার উইকেটে ইংল্যান্ডকে পরাজিত করে টিম ইন্ডিয়া।
IND vs ENG Oval Test: ওভালে চলছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট। যে ম্যাচের প্রথম ইনিংসে ভারত করে ২২৪ রান এবং ইংল্যান্ডের ঝুলিতে ২৪৭ রান। এই মুহূর্তে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনের শেষে, ভারতের স্কোর ২ উইকেটের বিনিময়ে ৭৫ রান। আপাতত ভারত এগিয়ে আছে ৫২ রানে।
ভারতের হাতে এখন ৮ উইকেট রয়েছে
ওপেনার যশস্বী জয়সওয়াল ৪৯ বলে ৫১ রান করে অপরাজিত রয়েছেন এবং এবং চার রান নিয়ে নাইট ওয়াচম্যান আকাশদীপও ক্রিজে আছেন। ফের একবার দুরন্ত লড়াইয়ের অপেক্ষা। এদিকে পরিসংখ্যান বলছে, ওভালে প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও ভারত টেস্ট জিতেছে এর আগে।
সেই ১৯৭১ সালে একবার ফিরে যাওয়া যাক। ওভালে প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও প্রথম জয় পায় ভারত। সেইবার প্রথম ইনিংসে ৭১ রানে পিছিয়ে থেকেও ভারত চার উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে দেয়। এরপর গত ২০২১ সালে, ওভালে ফের একবার প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় পায় সেই ভারত। সেই টেস্টে ভারত ১৫৭ রানে ম্যাচ জিতে নেয়।
সেদিন প্রথমে ব্যাট করে ভারত প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়ে যায়। বিরাট কোহলি ৫০ রান নিয়ে ভারতের সর্বোচ্চ স্কোরার হিসেবে নিজেকে নিয়ে যান। ওদিকে ইংল্যান্ডের প্রথম ইনিংস ২৯০ রানে শেষ করে দেয় ভারত। কিন্তু তখনও ৯৯ রানে পিছিয়ে তারা। তবে দ্বিতীয় ইনিংসে, রোহিতের সেঞ্চুরি, রাহুল (৪৬), পূজারা (৬১), কোহলি (৪৪), ঋষভ পন্থ (৫০), শার্দুল ঠাকুর (৬০), উমেশ যাদব (২৫) এবং যশপ্রীত বুমরার (২৪) ব্যাটিং দক্ষতার সুবাদে, দ্বিতীয় ইনিংসে ভারত ৪৬৬ রান তোলে।
৩৬৬ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড মাত্র ২১০ রানেই গুটিয়ে যায়
এমনকি, গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৬২ রানে পিছিয়ে থেকেও ৮ উইকেটে জয় পেয়েছে। ওভালে, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ দুবার এবং অস্ট্রেলিয়া একবার প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও ম্যাচ জিতেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

