IND vs NZ T20 Series: প্রায় দুই বছর পর, ভারতীয় দলে ফিরছেন ঈশান কিষাণ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে তিনি তিন নম্বরে ব্যাট করবেন বলে অধিনায়ক সূর্যকুমার যাদব নিশ্চিত করে দিয়েছেন।

IND vs NZ T20 Series: প্রায় দুই বছর ভারতীয় দলের বাইরে ছিলেন ঈশান কিষাণ (ind vs nz t20)। কিন্তু এবার তিনি দলে ফিরছেন। কার্যত, দুর্দান্ত প্রত্যাবর্তনের সাক্ষী হতে চলেছে নাগপুর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে, ঈশান কিষাণ খেলবেন বলে অধিনায়ক সূর্যকুমার যাদব নিশ্চিত করে দিয়েছেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন করার পিছনে ঈশানের দুর্দান্ত পারফরম্যান্সই তাঁকে আবার ভারতীয় দলে সুযোগ করে দিয়েছে (ind vs nz t20 series schedule)। 

প্রথম একাদশে নেওয়া হতে পারে?

তবে সহ-অধিনায়ক শুভমান গিলকে বাদ দিয়ে বিশ্বকাপের দলে ঈশানকে বেছে নেওয়া নিয়ে ব্যাপক আলোচনা হয় একটা সময়। আর সেই টি-২০ বিশ্বকাপের আগে এটি শেষসিরিজ, তাই একটু দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। সম্ভবত, সেই কারণেই তাঁকে প্রথম একাদশে নেওয়া হতে পারে। 

চোটের কবলে থাকা তিলক ভার্মার জায়গায় ঈশান কিষাণ তিন নম্বরে ব্যাট করতে নামবেন। শ্রেয়স আইয়ারকে টপকে ঈশান এই সুযোগ পেতে চলেছেন। গত ২২টি ইনিংসে একটিও হাফ সেঞ্চুরি করতে না পারা অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন যে, তিনি তার ব্যাটিং অর্ডারে কোনও পরিবর্তন করবেন না। শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতেই তিনি তিন নম্বরে নামবেন।

ঈশান কিষাণ ভারতের জার্সিতে মাঠে নামবেন

প্রসঙ্গত, ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই পাঁচ ম্যাচের সিরিজটিকেই শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে দেখছেন তারা। ম্যাচের আগেরদিন নাগপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, "ঈশান আগামীকাল তিন নম্বরে খেলবে। বিশ্বকাপের দলে আমরা তাঁকেই প্রথম বেছে নিই। তাই তাঁকে সুযোগ দেওয়াটাই ন্যায়সঙ্গত বলে মনে করছি।" 

উল্লেখ্য, গত ২০২৩ সালের নভেম্বর মাসের পর, এই প্রথমবারের জন্য ঈশান কিষাণ ভারতের জার্সিতে মাঠে নামবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।