IND vs NZ ODI: সংবর্ধিত হলেন জাতীয় দলের অন্যতম দুই তারকা। ভাদোদরায় নতুন স্টেডিয়ামে, সংর্বধিত হলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা (india vs new zealand odi)। নিউজ়িল্যান্ডের ব্যাটিং শেষ হওয়ার পর, আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠানের।

IND vs NZ ODI: সংবর্ধিত হলেন জাতীয় দলের অন্যতম দুই তারকা। ভাদোদরায় নতুন স্টেডিয়ামে, সংর্বধিত হলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা (india vs new zealand odi)। ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে রবিবার, ভারত বনাম নিউজ়িল্যান্ডের মধ্যে প্রথম একদিনের ম্যাচের ইনিংস ব্রেকে, এই দুই ক্রিকেটারকে সংবর্ধনা দেয় ভাদোদরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেই বিশেষ অনুষ্ঠানে আইসিসি চেয়ারম্যান জয় শাহ নিজেও উপস্থিত ছিলেন (ind vs nz odi)। 

রোহিত-কোহলিকে বিশেষ সংবর্ধনা

নিউজ়িল্যান্ডের ব্যাটিং শেষ হওয়ার পর, আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানেই সংবর্ধিত করা হয় ভারতীয় ক্রিকেট দলের দুই তারকাকে। মঞ্চের উপর ক্রিকেট ব্যাটের মতো দেখতে একটি বড় বাক্স রাখা হয়। সেটিতে ছিল একটি দরজা। বাঁ-দিকের পাল্লায় কোহলির ছবি এবং ডানদিকের পাল্লায় রোহিতের ছবি ছিল সেখানে। 

এরপর সেই বিশেষ ব্যাটের দরজা খুলতেই চোখে পড়ে এক অন্য ছবি। দুই ক্রিকেটার দাঁড়িয়ে রয়েছেন তার ভিতরে। ভাদোদরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তাদের বাইরে নিয়ে আসেন। এরপর দুজনের হাতে তুলে দেওয়া হয় পুষ্পস্তবক। তারপর দুজনেই নিজেদের ছবির পাশে একটি করে সই করেন। 

প্রথম পুরুষ দলের আন্তর্জাতিক ম্যাচ

ভারতীয় ক্রিকেটে এই দুই তারকার বিশেষ অবদানের জন্য এদিন সংবর্ধনা জানানো হয় বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। প্রসঙ্গত, ভাদোদরার অন্তর্গত কোটাম্বির বিসিএ স্টেডিয়ামে, এই প্রথম পুরুষ দলের আন্তর্জাতিক ম্যাচ হল। সেই উপলক্ষ্যেই রবিবার, সংবর্ধনা তুলে দেওয়া হয় বিরাট কোহলি এবং রোহিত শর্মার হাতে। 

উল্লেখ্য, বিরাট এবং রোহিত দুজনেই টেস্ট ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। দেশের হয়ে তারা এখন শুধু একদিনের ম্যাচই খেলেন। আর এই সংবর্ধনার দিনই ৯৩ রানের অসাধারণ ইনিংস উপহার দিলেন বিরাট। আবারও তিনি প্রমাণ করলেন, কেন এখনও বিশ্ব ক্রিকেটের অন্যতম তারকার নাম বিরাট কোহলি।

ভারতীয় ক্রিকেটে এই দুই তারকার বিশেষ অবদান

ক্রিকেট গ্রামার বুক মেনে একের পর এক শট। কখনও কভার ড্রাইভ, আবার কখনও কাট করে রান। কোহলি জাদু অব্যাহত। উপহার দিলেন ৯৩ রানের রাজকীয় ইনিংস। স্ট্রাইক রেট ১০২.২০। তাঁর ইনিংসে ছিল ৮টি চার ১টি ছয়।

অপরদিকে, রোহিত করেন ২৬ রান। সবমিলিয়ে, ভাদোদরার বিসিএ স্টেডিয়াম স্মরণীয় হয়ে রইল রবিবার। ভারতীয় ক্রিকেটে এই দুই তারকার বিশেষ অবদানের জন্য ভাদোদরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে, বিরাট কোহলি এবং রোহিত শর্মার হাতে তুলে দেওয়া হয় বিশেষ সংবর্ধনা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।