IND vs SA 2nd Test: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শোচনীয় হারের পর কী জানালেন ঋষভ পন্থ?
IND vs SA 2nd Test: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলের শোচনীয় পরাজয়ের কারণ সম্পর্কে মুখ খুলেছেন অধিনায়ক ঋষভ পন্থ। সেইসঙ্গে, তিনি দক্ষিণ আফ্রিকা দলের প্রশংসাও করেছেন।

ভারতীয় দলের শোচনীয় পরাজয়
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় ক্রিকেট দল ৪০৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে। ২৫ বছর পর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ঘরের মাঠে হেরেছে তারা। অধিনায়ক ঋষভ পন্থ কার্যত, এই পরাজয় স্বীকার করে নিয়ে দক্ষিণ আফ্রিকা দলের আধিপত্যের প্রশংসা করেছেন।
হতাশ ঋষভ পন্থ
ম্যাচের পর ঋষভ পন্থ জানিয়েছেন, ''এই ফলাফল অত্যন্ত হতাশাজনক। দল হিসেবে আমাদের আরও ভালো খেলতে হবে। এই হার থেকে শিক্ষা নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। প্রতিপক্ষের প্রশংসা করতেই হবে এক্ষেত্রে। গোটা সিরিজ জুড়ে আধিপত্য দেখিয়েছে তারা। মানসিকতার দিক দিয়েও আরও স্পষ্ট থাকা উচিত ছিল আমাদের।"
পরাজয়ের কারণ কী?
পন্থের কথায়, “ভবিষ্যতে আমরা এই ভুল থেকে শিক্ষা নিয়ে আরও ভালো পারফর্ম করব। ক্রিকেটে দল হিসেবে সুযোগ কাজে লাগাতে হয়। যেটা আমরা পারিনি। এই সিরিজ থেকে একটিই ইতিবাচক দিক রয়েছে। তা হল নিজেদের পরিকল্পনায় মনোযোগ দেওয়া।"
টেম্বা বাভুমার রেকর্ড
২০০০ সালের পর, এই প্রথম ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। শেষবার হ্যান্সি ক্রোনিয়ের নেতৃত্বে ২-০ ব্যবধানে জয় পায় তারা। এবার সেই তালিকায় যোগ দিলেন টেম্বা বাভুমা। জয়ের পর বাভুমা জানান, "ভারতে এসে ২-০ ব্যবধানে জেতা সহজ নয়। আমরা একটা দল হিসেবে দারুণ খেলেছি। আসলে এটি আমাদের জন্য একটি অবিশ্বাস্য কৃতিত্ব। এই সিরিজের জন্য আগে থেকেই পরিকল্পনা করেছিলাম এবং সেই অনুযায়ী, প্রস্তুতিও শুরু করে দিই। ক্রিকেটাররা তাদের দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন ছিল এবং দল হিসেবে খেলেই আমরা জয় পেয়েছি।''
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
