IND vs SL Women T20: টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। অর্থাৎ, আগে ব্যাট করতে নামবে টিম ইন্ডিয়া।

IND vs SL Women T20: ভারত বনাম শ্রীলঙ্কা মহিলাদের চলতি টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচটি রবিবার, তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে (ind vs sl women t20)। খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায় (india vs sri lanka)। 

টসে জিতে বোলিং নিল শ্রীলঙ্কা

ইতিমধেই এই ম্যাচের টসও হয়ে গেছে। টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। অর্থাৎ, আগে ব্যাট করতে নামবে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত, ২২ গজে শ্রীলঙ্কার প্রমীলা বাহিনীর তুলনায় ভারতীয় প্রমীলা বাহিনী অনেক বেশি দক্ষতা দেখাতে পেরেছে। প্রথম তিনটি ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরে ফেলেছে হরমনপ্রীত কৌর এবং তাঁর দল। 

Scroll to load tweet…

প্রসঙ্গত, ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই চামারি আট্টাপাট্টুর নেতৃত্বে শ্রীলঙ্কা ক্রিকেট দল ভারতের শক্তিকে কিন্তু সেইভাবে কোনও চ্যালেঞ্জ করতে পারছে না। কোচ অমল মজুমদার স্পষ্ট জানিয়েছেন যে, সিরিজ জয়ের চেয়েও বেশি এই সিরিজটিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

দীপ্তি শর্মা এবং রেণুকা সিং ঠাকুর দলে ফিরে আসায় টিম ইন্ডিয়ার বোলিং লাইনআপ অনেক বেশি শক্তিশালী হয়েছে। তবে চতুর্থ টি-২০ ম্যাচের দল থেকে বাদ গেলেন জেমিমা রদ্রিগেজ। 

Scroll to load tweet…

দুই দলের প্রথম একাদশ

ভারতঃ শেফালি ভার্মা, স্মৃতি মান্ধনা, হারলিন দেওল, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপার-ব্যাটার), দীপ্তি শর্মা, আমনজোত কৌর, অরুন্ধতী রেড্ডি, বৈষ্ণবী শর্মা, রেণুকা সিং ঠাকুর, শ্রী চরণি

শ্রীলঙ্কাঃ হাসিনি পেরেরা, চামারি আট্টাপাট্টু (অধিনায়ক), হর্ষিতা সামারাবিক্রমা, কবিশা দিলহারি, ইমেশা দুলানি, নিলাক্ষীকা সিলভা, কৌশানি নুথ্যাঙ্গানা (উইকেটকিপার-ব্যাটার), মালশা শেহানি, রশ্মিকা সেওয়ান্দি, কাওয়া কাবিন্দি, নিমেশা মাদুশানি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।