Indian Cricket Team Schedule 2026: চলতি বছর, ভারতের আর কোনই টেস্ট সিরিজ নেই। পরবর্তী টেস্ট সিরিজের আগে ভারতের সামনে রয়েছে ১০ মাসের লম্বা বিরতি।

Indian Cricket Team Schedule 2026: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এখনও পর্যন্ত, সবচেয়ে বেশি টেস্ট খেলেছে ভারতীয় ক্রিকেট দল। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ উইন্ডোতে ভারত মোট ৯টি টেস্ট খেলেছে। চলতি বছরের জুন মাসে, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে অভিযান শুরু করে ভারত।

পাঁচ ম্যাচের সেই সিরিজে, দুই দলই দুটি করে টেস্টে জয় পায় এবং একটি টেস্ট ড্র হয়। এরপর অক্টোবর মাসে, দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্টের সিরিজ খেলে ভারত। এই দুটি টেস্ট জিতে, ভারত মোট চারটি জয় হাসিল করে। আর তারপরেই ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ।

ভারতের পরবর্তী টেস্ট সিরিজ কবে?

চলতি বছর, ভারতের আর কোনই টেস্ট সিরিজ নেই। পরবর্তী টেস্ট সিরিজের আগে ভারতের সামনে রয়েছে ১০ মাসের লম্বা বিরতি। আগামী বছরের অগাস্ট মাসে, শ্রীলঙ্কার মাটিতে ভারত তাদের পরবর্তী টেস্ট সিরিজটি খেলতে নামবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার জন্য। 

সেই সিরিজে মোট দুটি টেস্ট থাকবে। এরপর অক্টোবর-নভেম্বর মাসে, ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে দুটি টেস্ট ম্যাচের একটি সিরিজ রয়েছে। আগামী ২০২৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে, পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে আসবে অস্ট্রেলিয়া। 

যা এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে ভারতের জন্য শেষ সিরিজ হতে চলেছে। অর্থাৎ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে, মোট ৯টি টেস্ট খেলা ভারত এরপর আরও ৯টি টেস্ট খেলবে।

পঞ্চম স্থানে রয়েছে টিম ইন্ডিয়া

এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলে ভারত চারটিতে জয় পেয়েছে। তবে হেরেছে চারটিতে। সেইসঙ্গে, একটি ড্র সহ ৫২ পয়েন্ট তথা ৪৮.১৫% পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। 

প্রসঙ্গত, ফাইনালে যেতে হলে ভারতকে আগামী ৯টি টেস্টের মধ্যে আরও বেশি জয় পেতে হবে। অন্যদিকে, ভারতের বিরুদ্ধে সিরিজ জয়ের পর, চারটি টেস্টে তিনটি জয় এবং একটি হার সহ ৩৬ পয়েন্ট এবং ৭৫% পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন দল দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। 

এদিকে ৪৮ পয়েন্ট তথা ১০০% শতাংশ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া প্রথম স্থানে রয়েছে। শ্রীলঙ্কা তৃতীয় এবং পাকিস্তান চতুর্থ স্থানে রয়েছে।

এশিয়ানেট নিউজ লাইভ দেখতে এখানে ক্লিক করুন