IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে, পাঁচটি টেস্ট ম্যাচে চারটি শতরান সহ শুভমান গিল ৭৫৪ রান করেছেন। সেইসঙ্গে, কেএল রাহুল দুটি শতরান সহ ৫৩২ রান করেছেন।

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অভূতপূর্ব রেকর্ড গড়ল ভারতীয় ক্রিকেট দল। সেই ১৯৩২ সালের পর, প্রায় ৯৩ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের জন্য একটি সিরিজে তিনজন ভারতীয় ব্যাটার ৫০০ রান করেছেন। ভারতের দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজা অর্ধশতরান করার পর, চলতি সিরিজে তিনজন খেলোয়াড় ৫০০ রানের গণ্ডি পার করলেন। জাদেজা ছাড়াও কেএল রাহুল এবং অধিনায়ক শুভমান গিল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৫০০ রান করেছেন।

নয়া রেকর্ড ভারতের

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের পাঁচটি টেস্টে, চারটি শতরান সহ শুভমান গিল ৭৫৪ রান করেছেন। সেইসঙ্গে, কেএল রাহুল দুটি শতরান সহ ৫৩২ রান করেছেন। রবীন্দ্র জাদেজা পাঁচটি টেস্টে ৫১৬ রান করেছেন। অপরদিকে, চারটি টেস্টে ৪৭৯ রান করা ঋষভ পন্থ চোট পেয়ে শেষ টেস্ট ম্যাচে খেলতে না পারায় চারজন ভারতীয় খেলোয়াড় ৫০০ রানের গণ্ডি পেরিয়ে গেছেন। তবে সেই তালিকায় পন্থও থাকতে পারতেন। 

সিরিজের রান সংগ্রহের দিক দিয়ে বিচার করতে গেলে, প্রথম চারটি স্থানেই ভারতীয় ক্রিকেটাররা রয়েছেন। পাঁচ ম্যাচে ৪৪২ রান করা বেন ডাকেট বর্তমানে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক।

প্রথম টেস্টে এবং শেষ টেস্টে শতরান করে পাঁচটি ম্যাচে ৪১১ রান করা যশস্বী জয়সওয়াল বাকি ম্যাচগুলিতে ভালো খেলতে পারলে, ৫০০ রানের গণ্ডি তিনিও পেরিয়ে যেতেন। এর আগে একটি টেস্ট সিরিজে সর্বাধিক রান করার নিজস্ব রেকর্ডও ভেঙে দিয়েছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৩৮০৯ রান করে ভারত নিজস্ব রেকর্ড ভেঙে দিয়েছে। ১৯৭৮-৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ছয় ম্যাচের সিরিজে, ৩২৭০ রান ছিল ভারতের সর্বকালের সর্বোচ্চ রান। 

এদিকে বিশ্ব ক্রিকেটে, একটি সিরিজে সর্বাধিক রান করার রেকর্ড ১৯৮৯ সালের অ্যাশেজে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ছিল। অইরা সেইবার ৩৮৭৭ রান করেছিল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।