সংক্ষিপ্ত

সূত্রের খবর এই সাদা বলের ম্যাচে থাকছেন না বিরাট-রোহিত। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে বিশ্বকাপের পর থেকেই বেশ কিছুদিনের বিরতিতে থাকবেন এই দুই বাঘা ক্রিকেটার।

বিশ্বকাপের পরই ভারতীয় ক্রিকেটারদের হাতে নতুন সূচি ধরিয়েছিল আইসিসি। বিশ্বকাপ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। এই সিরিজ শেষ হতে না হতেই আবার দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ক্রিকেটাররা। তবে সূত্রের খবর এই সাদা বলের ম্যাচে থাকছেন না বিরাট-রোহিত। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে বিশ্বকাপের পর থেকেই বেশ কিছুদিনের বিরতিতে থাকবেন এই দুই বাঘা ক্রিকেটার। সূত্রে আর কিছুদিনের মধ্যেই আসন্ন সাদা বলের ম্যাচের সম্ভাব্য দল ঘোষণা করতে পারে অজিত আগারকারের কোমিটি।

আগামী ১০ ডিসেম্বর থেকেই শুরু হবে এই ম্যাচের বাছাই পর্ব। তবে এর ঠিক আগেই বিবিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সাদা বলের ম্যাচের বাছাই পর্বে থাকছেন না বিরাট কোহলি। বর্তমানে লন্ডনে ছুটি কাটাচ্ছেন বিরাট। বিশ্বকাপের পর থেকেই বিরতিতে তিনি। ফলত আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে বিরাট উপস্থিত থাকবে না বলেই মনে করা হচ্ছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী বিরাট কোহলি ইতিমধ্যেই বিসিসিআই-এর নির্বাচকদের জানিয়েছেন যে, এই মুহূর্তে তাঁর কিছুদিনের বিরতি প্রয়োজন।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার সাদা বল ম্যানে অনুপস্থিত থাকতে পারেন রোহিত শর্মাও। বর্তমানে তিনিও ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। মোটের উপর আসন্ন সাদা বলের ক্রিকেটে বিরাট-রোহিত জুঁটির উপস্থিতি নিয়ে দ্বন্দ্ব থেকেই যাচ্ছে।