সংক্ষিপ্ত
নাগপুরে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। এই ম্যাচে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হল সূর্যকুমার যাদব ও কে এস ভরতের।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের শুরুটা ভালোভাবেই করল ভারতীয় দল। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেও, তাঁর দলের শুরুটা ভালো হয়নি। দিনের দ্বিতীয় ওভারে নিজের প্রথম বলেই অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজাকে (১) এলবিডব্লু করে দেন মহম্মদ সিরাজ। এরপর তৃতীয় ওভারের প্রথম বলে অপর ওপেনার ডেভিড ওয়ার্নারের (১) স্টাম্প ছিটকে দেন মহম্মদ সামি। প্রথম ঘণ্টার শেষে অস্ট্রেলিয়ার স্কোর হয় ২ উইকেটে ২৯ রান। মধ্যাহ্নভোজের বিরতির আগে আরও উইকেট তুলে নেওয়াই ভারতীয় দলের লক্ষ্য। পিচের যা অবস্থা, তাতে এই ম্যাচ পাঁচ দিনে গড়ানোর সম্ভাবনা কম। শুরু থেকেই বল ঘুরছে। পিচে বাউন্সও আছে যথেষ্ট। ফলে স্পিনারদের পাশাপাশি পেসাররাও সাহায্য পাচ্ছেন। তবে যত খেলা গড়াবে ততই স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ভারতের তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্য়াটেল ও রবীন্দ্র জাদেজা ভালো পারফরম্যান্স দেখাবেন বলেই আশা দলের।
এই ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করায় কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে। অস্ট্রেলিয়া দলে দুই স্পিনার হিসেবে আছেন নাথান লিয়ন ও টড মারফি। ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে সমস্যায় পড়তে পারেন ভারতের ব্যাটাররা। সেই কারণে অস্ট্রেলিয়াকে যত দ্রুত সম্ভব অলআউট করে দিতে হবে। সেই লক্ষ্যেই আক্রমণে ঝাঁপিয়েছেন সামি, সিরাজ, অক্ষররা। এখনও পর্যন্ত অশ্বিনকে আক্রমণে আনেননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। জাদেজা ও অক্ষর বোলিং করছেন। তবে ভারতের স্পিনাররা এখনও পর্যন্ত উইকেট পাননি। অস্ট্রেলিয়ার হয়ে এখন ব্যাটিং করছেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন। তাঁদের দ্রুত আউট করে দেওয়াই অক্ষর-জাদেজার লক্ষ্য।
ভারতের স্পিনারদের সামাল দেওয়ার জন্য ভালোভাবেই প্রস্তুতি নিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। টেস্ট সিরিজের আগে তাঁরা প্রস্তুতি ম্যাচ না খেললেও, ভালোভাবেই অনুশীলন করেছেন। নেট বোলার হিসেবে বরোদার অফস্পিনার মহেশ পিঠিয়াকে নিয়েছে অস্ট্রেলিয়া। অশ্বিনের মতোই বোলিং অ্যাকশন মহেশের। তিনি নেটে স্মিথকে বোলিং করেছেন। এই স্পিনার জানিয়েছেন, তাঁর বলে অনেকবার আউট হয়ে গিয়েছেন স্মিথ। ভারতীয় শিবিরের আশা, টেস্ট ম্যাচেও দ্রুত আউট হয়ে যাবেন অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ ব্যাটার।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে বড় ব্যবধানে জয় পেতে হবে ভারতীয় দলকে। ফলে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। নাগপুরে জয় দিয়েই সিরিজ শুরু করার লক্ষ্যে খেলতে নেমেছে ভারতীয় দল।
আরও পড়ুন-
শুক্রবার শুরু মহিলাদের টি-২০ বিশ্বকাপ, নজর কেড়ে নিতে পারেন এই ক্রিকেটাররা
টি-২০ র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে হার্দিক পান্ডিয়া
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিন ঘোষণা, অস্ট্রেলিয়াকে হারালেই নিশ্চিত ভারত