সংক্ষিপ্ত
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে ভারতীয় দল। অস্ট্রেলিয়াকে অল্প রানে আটকে রাখাই ভারতের লক্ষ্য।
এতদিন টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। এবার ওডিআই ম্যাচেও ভারতের নেতৃত্বে হার্দিক পান্ডিয়া। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে না খেলায় অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন হার্দিক। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন হার্দিক। এই ম্যাচে দলে ফিরেছেন কে এল রাহুল। দলে ব্যাটার খুব বেশি না থাকায় রাহুলকে খেলাতে বাধ্য হচ্ছে ভারত। রোহিত ও শ্রেয়াস আইয়ার দলে থাকলে হয়তো খেলার সুযোগ পেতেন না রাহুল। টেস্ট সিরিজে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এই ব্যাটার। এবার ওডিআই ম্যাচে তিনি যে সুযোগ পেলেন সেটা যদি কাজে লাগাতে না পারেন, তাহলে ওডিআই ফর্ম্যাট থেকেও বাদ পড়তে পারেন। ফলে এই ম্যাচ ভারতীয় দলের পাশাপাশি রাহুলের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁকে ভালো পারফরম্যান্স দেখাতেই হবে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ভারতীয় দলে আছেন- শুবমান গিল, ঈশান কিষান (উইকেটকিপার), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও মহম্মদ সামি। শুবমান, বিরাট, জাদেজা, সিরাজ, সামি সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তাঁদের কাছ থেকে ওডিআই ফর্ম্যাটেও ভালো পারফরম্যান্সের আশায় ভারতীয় দল।
এই ম্য়াচে অস্ট্রেলিয়া দলে অলরাউন্ডারের আধিক্য। অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন- ট্রেভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইনগ্লিস, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, শন অ্যাবট, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা। চোট সারিয়ে বেশ কিছুদিন পরে দলে ফিরলেন ম্যাক্সওয়েল ও মার্শ।
টসে জিতে হার্দিক বলেন, ‘উইকেট দেখে ভালো বলেই মনে হচ্ছে। সন্ধের দিকে শিশির প্রভাব ফেলতে পারে। সেই কারণে আমরা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মনে হয় আমরা দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করতে পারব। আমি বেশ কিছুদিন বিরতি পেয়েছি। এই বিরতি আমার জন্য খুব ভালো ছিল। আমি বিশ্রাম ও উন্নতির সুযোগ পেয়েছি। সব ফর্ম্যাটেই ভারতের হয়ে সব ম্যাচ খেলা গুরুত্বপূর্ণ। এ বছরই বিশ্বকাপ হতে চলেছে। ফলে এ বছর ওডিআই ফর্ম্যাট গুরুত্বপূর্ণ।’
অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ বলেছেন, ‘টসে হেরে ভালোই হয়েছে। আমি বুঝতে পারছিলাম না কী করব। ফলে প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে আমি খুশি। আমাদের এই পরিবেশে মানিয়ে নিতে হবে। বিশ্বকাপের কথা মাথায় রেখে আমাদের কম্বিনেশন গড়ে তুলতে হবে।’
আরও পড়ুন-
নিজের উপর বিশ্বাস অবশিষ্ট ছিল না, আরসিবি-র অধিনায়কত্ব ছাড়া নিয়ে বললেন বিরাট
ঋষভ পন্থের অনুপস্থিতিতে আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার
কয়েকদিন পরেই শুরু হচ্ছে আইপিএল, বাড়িতেই প্রস্তুতিতে ব্যস্ত হার্দিক-ক্রুণাল