দীর্ঘদিন পর ঘরের মাঠে টেস্ট ম্যাচ খেলতে নামছেন, বড় স্কোরের লক্ষ্যে বিরাট কোহলি
২০১৭ সালের ডিসেম্বরে অরুণ জেটলি স্টেডিয়ামে শেষবার টেস্ট ম্যাচ খেলেছিল ভারতীয় দল। তারপর এই প্রথম দিল্লিতে টেস্ট ম্যাচ হচ্ছে। ঘরের মাঠে দীর্ঘদিন পর টেস্ট ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি। এই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য।
- FB
- TW
- Linkdin
নিজে গাড়ি চালিয়ে বাড়ি থেকে অরুণ জেটলি স্টেডিয়ামে পৌঁছলেন বিরাট কোহলি
দিল্লির ছেলে বিরাট কোহলি। তাঁর শহরেই এবার টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। এই ম্যাচের আগে ফুরফুরে মেজাজে বিরাট। ভালো ইনিংস খেলার জন্য তৈরি হচ্ছেন তিনি।
দ্বিতীয় টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার স্পিনারদের মোকাবিলায় তৈরি হচ্ছেন বিরাট কোহলি
নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ঘরের মাঠে বড় রান করতে মরিয়া বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার স্পিনারদের সামাল দেওয়ার জন্য তৈরি হচ্ছেন তিনি।
উত্তরপ্রদেশের বাঁ হাতি স্পিনার সৌরভ কুমারের বলে অনুশীলন বিরাট কোহলির
উত্তরপ্রদেশের বাঁ হাতি স্পিনার সৌরভ কুমারের বলে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেন বিরাট কোহলি। কয়েকটি বল খেলতে গিয়ে সমস্যায় পড়েন তিনি।
বেশ কিছুদিন টেস্টে শতরান করতে পারেননি বিরাট কোহলি, ঘরের মাঠেই শতরান করতে মরিয়া তিনি
টেস্ট ম্যাচে টেস্ট ম্যাচে শতরান করার স্বপ্ন সব ব্যাটারেরই থাকে। বিরাট কোহলিও দিল্লি টেস্ট ম্যাচে শতরান করতে মরিয়া। ফর্মে ফেরার লক্ষ্যে তৈরি হচ্ছেন তিনি।
নাগপুর টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার অফস্পিনার টড মারফির বলে আউট হন বিরাট কোহলি
নাগপুরের মতোই দিল্লি টেস্ট ম্যাচেও পিচ থেকে সাহায্য পাবেন স্পিনাররা। সে কথা মাথায় রেখেই টড মারফি, নাথান লিয়নদের মোকাবিলায় তৈরি হচ্ছেন বিরাট কোহলি। তিনি সহজে উইকেট দিতে নারাজ।
দিল্লি টেস্ট ম্যাচেও হয়তো খেলার সুযোগ পাবেন না শুবমান গিল, তাঁকে মাঠের বাইরেই থাকতে হবে
জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার হিসেবে আইসিসি-র পুরস্কার পেয়েছেন। কিন্তু তারপরেও হয়তো দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাবেন না শুবমান গিল।
চোট সারিয়ে জাতীয় দলে ফিরেছেন, দিল্লিতে খেলার সুযোগ পেতে পারেন শ্রেয়াস আইয়ার
ভারতীয় দলের মিডল অর্ডারকে আরও শক্তিশালী করে তুলতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলার সুযোগ দেওয়া হতে পারে শ্রেয়াস আইয়ারকে। তিনি ফিট থাকলে খেলার সুযোগ পাবেন বলে ইঙ্গিত দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়।
অভিষেক টেস্টে ব্যর্থ হওয়ার পরেই দিল্লিতে বাদ পড়তে পারেন সূর্যকুমার যাদব
শ্রেয়াস আইয়ারকে যদি ১০০ শতাংশ ফিট মনে করে টিম ম্যানেজমেন্ট, তাহলে সূর্যকুমার যাদবের পরিবর্তে তাঁকে দলে নেওয়া হতে পারে। নাগপুরে অভিষেক টেস্টে বড় রান করতে পারেননি সূর্যকুমার।
নাগপুরে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন, দিল্লিতেও ভারতের ভরসা রবীন্দ্র জাদেজা
চোট সারিয়ে জাতীয় দলে ফিরেই চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। দিল্লিতেও তিনি ভারতীয় দলের অন্যতম ভরসা।
নাগপুর টেস্ট ম্যাচে দুই ইনিংসেই অসাধারণ বোলিং করেন, নাগপুরেও অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে ফেলতে তৈরি রবিচন্দ্রন অশ্বিন
টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে রবিচন্দ্রন অশ্বিনকেই ভারতের সবচেয়ে বিপজ্জনক বোলার হিসেবে চিহ্নিত করেছিল অস্ট্রেলিয়া দল। তিনি যে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারেন, সেটা নাগপুরে প্রমাণ করে দিয়েছেন অশ্বিন। দিল্লি টেস্ট ম্যাচেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি অশ্বিন।