সংক্ষিপ্ত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ২ ম্যাচেই জয় পেয়েছে ভারত। মঙ্গলবার গুয়াহাটিতে সিরিজের তৃতীয় ম্যাচে জয় পেলেই সিরিজের দখল নেবেন সূর্যকুমার যাদবরা।
দ্বিতীয় টি-২০ ম্যাচের মতোই তৃতীয় ম্যাচেও টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করার সুযোগ কাজে লাগিয়ে বিশাল স্কোর করে বড় ব্যবধানে জয় পায় ভারতীয় দল। তৃতীয় ম্যাচেও সেই আশায় ভারতীয় শিবির। টসে হেরে খুশি এই সিরিজে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বলেছেন, ‘প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে আমরা খুশি। ম্যাচের শুরুতেই যদি শিশির পড়ে, তাহলে আমি অবাক হব না। আমরা যেভাবে খেলে চলেছি, সেভাবেই খেলে যেতে চাই। আমরা নির্দিষ্ট পরিকল্পনা করে খেলতে নামছি। নিজেদের দক্ষতা অনুযায়ী খেলার চেষ্টা করব। এই ম্যাচে আমাদের দলে একটি বদল হয়েছে। মুকেশ কুমারের পরিবর্তে খেলছে আবেশ খান। মুকেশ সবচেয়ে বড় ম্যাচ খেলছে। ও বিয়ে করছে। ওকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি।’
ভারতীয় দলে একটিই বদল
মুকেশের পরিবর্তে আবেশের খেলা ছাড়া ভারতীয় দলে আর কোনও বদল হয়নি। এই ম্যাচে ভারতের হয়ে খেলছেন- যশস্বী জয়সোয়াল, রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, আবেশ খান ও প্রসিদ্ধ কৃষ্ণ। অস্ট্রেলিয়া দলে আছেন- ট্রেভিস হেড, অ্যারন হার্ডি, জশ ইনগ্লিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার ও অধিনায়ক), নাথান এলিস, জেসন বেহরেনডর্ফ, তনবীর সাংঘা ও কেন রিচার্ডসন।
শিশির নিয়ে ভাবছে না অস্ট্রেলিয়া
টসে জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়েড বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব। আমার মনে হয় শিশির খুব বেশি প্রভাব ফেলবে না। আমি ১০০ শতাংশ নিশ্চিত না, তবে মনে হচ্ছে ম্যাচ শুরু হওয়ার আগে থাকতেই মাঠ শিশিরে ভিজে গিয়েছে। রাত যত বাড়বে শিশিরের পরিমাণও বাড়তে পারে। গত ২ ম্যাচে আমরা কিছু জায়গায় পিছিয়ে ছিলাম। তবে ছেলেরা সবাই ভালো জায়গায় আছে। আমাদের দলের কয়েকজন এই ম্যাচের পরেই দেশে ফিরে যাচ্ছে। ফলে শেষ ২ ম্যাচে আমরা ট্রেভিস হেড, কেন রিচার্ডসন, জেসন বেহরেনডর্ফকে পাব না।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Mitchell Marsh: বিশ্বকাপ ফাইনালের পর সত্যিই কি ট্রফির উপর পা রাখেন মিচেল মার্শ? সরগরম সোশ্যাল মিডিয়া
Babar Azam: 'অতিমারীর পরেও বদলায়নি,' ব্যাটিং গড় নিয়ে বাবর আজমকে কটাক্ষ আইসল্যান্ড ক্রিকেটের