সংক্ষিপ্ত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার পর কি তৃতীয় ম্যাচটিকে হাল্কাভাবে নিয়েছিল ভারতীয় দল? প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নারকে ছাড়াই ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া।

বিশাল অঘটন না ঘটলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে হারের মুখ দেখতে হচ্ছে ভারতীয় দলকে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ৮৮ রানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ১৪০ রানের মধ্যে ৭ উইকেট খুইয়ে বসেছে ভারতীয় দল। লড়াই চালাচ্ছেন অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা। তাঁর সঙ্গে লড়াই করছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু ১৬ রান করে আউট হয়ে গেলেন অশ্বিন। এখন ক্রিজে পূজারার সঙ্গে অক্ষর প্যাটেল। অক্ষর সম্প্রতি ভালো ব্যাটিং করছেন। ফলে তাঁর উপরেও ভরসা আছে। এই জুটিই এখন ভারতীয় দলের ভরসা। তবে তারপরেও ভারতীয় দলের পক্ষে ম্যাচ বাঁচানো প্রায় অসম্ভব। দ্বিতীয় দিনেই জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। নাগপুর ও দিল্লি টেস্ট ম্যাচ শেষ হয়েছিল আড়াই দিনে। ইন্দোর টেস্ট ম্যাচও সেরকম সময়েই শেষ হয়ে যেতে পারে। ইন্দোরের পিচ নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই ভারতের ব্যাটারদের দক্ষতাও প্রশ্নের মুখে।

অর্ধশতরান পূরণ করেছেন পূজারা। তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। ১০৮ বলে অর্ধশতরান পূরণ করেন এই ব্যাটার। অর্ধশতরান করার পথে তিনি ৫টি বাউন্ডারি মারেন। অশ্বিনও ভালোভাবেই ব্যাটিং করছেন। কিন্তু ভারতের অন্যান্য প্রতিষ্ঠিত ব্যাটাররা এই টেস্ট ম্যাচের দুই ইনিংসেই ব্যর্থ হলেন। দ্বিতীয় ইনিংসে প্রথমে আউট হন ওপেনার শুবমান গিল। তিনি করেন ৫ রান। অধিনায়ক রোহিত শর্মা প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও করলেন ১২ রান। বিরাট কোহলি করেন ১৩ রান। রবীন্দ্র জাদেজা করেন ৭ রান। লড়াই চালাচ্ছিলেন শ্রেয়াস আইয়ার। কিন্তু তিনি ২৬ রান করেই আউট হয়ে যান। কে এস ভরত করেন ৩ রান। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত ৫ উইকেট নিয়েছেন নাথান লিয়ন। ১ উইকেট করে নিয়েছেন ম্যাথু কুনেম্যান ও মিচেল স্টার্ক।

স্পিন বোলিং বরাবরই ভারতীয় দলের বড় শক্তি। সেই অনুযায়ী নাগপুর, দিল্লির পর ইন্দোরেও স্পিনারদের সহায়ক পিচ তৈরি করা হয়েছে। কিন্তু ভারতের ব্যাটাররা এই পিচে অস্ট্রেলিয়ার স্পিনারদের সামলাতে পারছেন না। দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ৩ স্পিনার নিয়ে খেলছে অস্ট্রেলিয়া। দিল্লিতেও প্রথম ইনিংসে চাপে পড়ে গিয়েছিল ভারতের ব্যাটিং লাইন আপ। সে যাত্রায় পরিস্থিতি সামাল দেন অশ্বিন-অক্ষর। কিন্তু ইন্দোরে আর সেটা হল না। ফলে এই ম্যাচে হারের মুখে ভারতীয় দল।

আরও পড়ুন-

কপিল দেবকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে তৃতীয় সর্বাধিক উইকেট অশ্বিনের

চোট সারাতে অস্ত্রোপচার প্রয়োজন, নিউজিল্যান্ডে যেতে পারেন জসপ্রীত বুমরা

অশ্বিন-জাজেদার বোলিংয়ে কিপিং উপভোগ করছেন, জানালেন উইকেট রক্ষক কে এস ভরত