সংক্ষিপ্ত

ইন্দোর টেস্ট ম্যাচের দুই ইনিংসেই ব্যর্থ ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ। বোলাররা ভালো পারফরম্যান্স দেখালেও, ব্যাটিং ব্যর্থতায় এই ম্যাচ হারের পথে ভারতীয় দল।

ইন্দোর টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। প্রথম ইনিংসে ভারতের চেয়ে ৮৮ রানে এগিয়েছিল অস্ট্রেলিয়া। ফলে এই ম্যাচ জিতে সিরিজে ব্যবধান কমাতে মাত্র ৭৬ রান দরকার অস্ট্রেলিয়ার। এই ম্যাচের প্রথম ইনিংসে ১৯৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। শুক্রবার ম্যাচের তৃতীয় দিন প্রথম সেশনেই জয় পেতে পারে অস্ট্রেলিয়া। ইন্দোরের পিচ যতই স্পিনারদের সাহায্য করুক না কেন, দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ৭৫ রানের কমে আটকে রাখা প্রায় অসম্ভব। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজারা শুক্রবার সকালে খুব ভালো বোলিং করতে পারলে লড়াই করবে ভারতীয় দল। এর বেশি কিছু আশা করা বাস্তবোচিত নয়। ইন্দোরে ভারতীয় দলের পারফরম্যান্স ভালো না হওয়ায় আমেদাবাদে সিরিজের শেষ ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেল। এই সিরিজ জয়ের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে হলে সিরিজের শেষ ম্যাচে জিততেই হবে ভারতীয় দলকে।

এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১ রান করলেও, দ্বিতীয় ইনিংসে অসাধারণ লড়াই করলেন চেতেশ্বর পূজারা। দলের ১৬৩ রানের মধ্যে তিনি একাই করলেন ৫৯ রান। ইন্দোর টেস্ট ম্যাচে ভারতীয় দলের একজন ব্যাটারই অর্ধশতরান করলেন। পূজারা যতক্ষণ ক্রিজে ছিলেন ভারতীয় দলের আশা ছিল। কিন্তু তিনি ফিরে যেতেই ভারতের লড়াই শেষ হয়ে যায়। অসাধারণ বোলিং করলেন অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লিয়ন। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬৪ রান দিয়ে ৮ উইকেট নিলেন লিয়ন। তিনি একে একে আউট করেন শুবমান গিল, রোহিত শর্মা, জাদেজা, কে এস ভরত, অশ্বিন, পূজারা, উমেশ যাদব ও মহম্মদ সিরাজকে। দ্বিতীয় ইনিংসে একটি করে উইকেট নেন ম্যাথু কুনেম্যান ও মিচেল স্টার্ক।

শ্রীলঙ্কার কিংবদন্তি অফস্পিনার মুথাইয়া মুরলীধরনকে টপকে ভারতের মাটিতে দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী হয়ে গেলেন লিয়ন। এই নিয়ে পঞ্চমবার ভারতের বিরুদ্ধে এক ইনিংসে ৫ উইকেট নিলেন লিয়ন। তিনি অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা রিচি বেনোর নজির স্পর্শ করলেন লিয়ন। এই নিয়ে ১৩ বার টেস্ট ম্যাচে লিয়নের বলে আউট হলেন পূজারা। 

এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৩৩.২ ওভারে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬০.৩ ওভারে অলআউট হয়ে গেল ভারতীয় দল। ১৯৭৮ সালের পর এই প্রথম টেস্ট ম্যাচের দুই ইনিংসেই ২০০ রানের কমে অলআউট হয়ে গেল ভারতীয় দল।

আরও পড়ুন-

কপিল দেবকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে তৃতীয় সর্বাধিক উইকেট অশ্বিনের

চোট সারাতে অস্ত্রোপচার প্রয়োজন, নিউজিল্যান্ডে যেতে পারেন জসপ্রীত বুমরা

অশ্বিন-জাজেদার বোলিংয়ে কিপিং উপভোগ করছেন, জানালেন উইকেট রক্ষক কে এস ভরত