সংক্ষিপ্ত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি সেরে নেওয়ার জন্য আমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট ম্যাচে পেসারদের সহায়ক উইকেট থাকতে পারে বলে শোনা যাচ্ছিল। কিন্তু তার আগেই পরিস্থিতি বদলে গেল।

দিনের দ্বিতীয় বলেই উসমান খাজাকে আউট করে আশা জাগিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু তারপর আর কিছু হল না। শুরুতে কিছুটা সতর্ক থাকলেও, তারপর একের পর এক শট খেলে অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিলেন ট্রেভিস হেড ও মার্নাস লাবুশেন। ৪৯ রান করে অপরাজিত থাকেন হেড। ২৮ রানে অপরাজিত থাকেন লাবুশেন। ১৮.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ৯ উইকেটে জয় পেল স্টিভ স্মিথের দল। জয়ের জন্য অস্ট্রেলিয়ার টার্গেট ছিল মাত্র ৭৬ রান। সেই রান তুলতে খুব একটা সমস্যা হওয়ার কথা ছিল না। অশ্বিন-রবীন্দ্র জাদেজারা কতটা লড়াই ছুড়ে দিতে পারেন সেটা নিয়েই সবার আগ্রহ ছিল। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর ভারতীয় দলের পেসার উমেশ যাদব বলেছিলেন, তাঁরা লড়াই করবেন। কিন্তু অশ্বিনের প্রথম ওভারের পর আর সেভাবে লড়াই করতে পারল না ভারতীয় দল। 

নাগপুর ও দিল্লি টেস্ট ম্যাচ শেষ হয়েছিল তৃতীয় দিন। ইন্দোরেও ঠিক সেটাই হল। তবে এই টেস্ট ম্যাচ শেষ হতে আরও কম সময় লাগল। তৃতীয় দিন প্রথম সেশনে দেড় ঘণ্টাও খেলা হল না। এর মধ্যেই জয় তুলে নিল অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই ইন্দোরের পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটাররা। এই সিরিজের কোনও ম্যাচই আড়াই দিনের বেশি গড়ায়নি। ফলে এবার আমেদাবাদে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট ম্যাচের পিচ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ভারতীয় দল ইন্দোরেই সিরিজ জিতে নিলে আমেদাবাদে সবুজ পিচ রাখা হতে পারে বলে শোনা যাচ্ছিল। কারণ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে হবে ভারতীয় দলকে। সেই ম্যাচে পেসারদের সহায়ক পিচই থাকবে। আমেদাবাদে সেই ম্যাচের প্রস্তুতি সেরে নিতে চাইছিল ভারতীয় দল। কিন্তু ইন্দোরের ফল হিসেব বদলে দিল।

দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লিয়ন। দলকে জেতানোর পর এই অফস্পিনার বলেছেন, ‘অসাধারণ টেস্ট সিরিজ চলছে। এখানে আমাদের দল দারুণ পারফরম্যান্স দেখাল। এ ব্যাপারে আমি অত্যন্ত গর্বিত। আমি সবরকম বোলিং করতে পারি না কিন্তু স্টক বলের উপর আমার বিশ্বাস আছে। সেটাই বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বড় ব্যাপার। যদি নিজের সেরা বলের উপর বিশ্বাস থাকে, তাহলে বিশ্বের সেরা খেলোয়াড়দেরও চ্যালেঞ্জ জানানো যেতে পারে।’

আরও পড়ুন-

ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপে ভালো খেলতে চায় পাকিস্তান, জানালেন বাবর আজম

শনিবার শুরু উইমেনস প্রিমিয়ার লিগ, জার্সি প্রকাশ্যে আনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

অশ্বিন-জাজেদার বোলিংয়ে কিপিং উপভোগ করছেন, জানালেন উইকেট রক্ষক কে এস ভরত