সংক্ষিপ্ত

চিপকে প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশকে সহজেই হারিয়ে দিয়েছে ভারতীয় দল। এবার কানপুরের গ্রিন পার্কে দ্বিতীয় টেস্ট ম্যাচেও জয়ের লক্ষ্যে তৈরি রোহিত শর্মারা।

কানপুরের গ্রিন পার্কে ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে ৯টায়। তার আগে টস হওয়ার কথা ছিল সকাল ৯টায়। কিন্তু আউটফিল্ড ভিজে থাকায় টস পিছিয়ে গিয়েছে। এখনও খেলা শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। মাঠকর্মীরা যত দ্রুত সম্ভব মাঠকে খেলার উপযোগী করে তোলার চেষ্টা করছেন। ক্রিকেটাররা খেলা শুরু হওয়ার অপেক্ষায়। বিরাট কোহলি থ্রো-ডাউন নিচ্ছেন। জসপ্রীত বুমরা ওয়ার্ম-আপ সেরে নিচ্ছেন। শুবমান গিল ও যশস্বী জয়সোয়ালও মাঠে নেমে পড়েছেন। বাংলাদেশের ক্রিকেটাররাও প্রস্তুতি সেরে নিচ্ছেন। দুই দলের ক্রিকেটাররাই মাঠে নামার জন্য তৈরি।

সাড়ে ১০টায় শুরু খেলা

শেষ খবর পাওয়া পর্যন্ত, নতুন করে কোনও বিপত্তি না হলে সকাল ১০টায় টস হবে এবং সকাল সাড়ে ১০টায় ম্যাচ শুরু হবে। এর মধ্যে আর যদি আবহাওয়া বাদ না সাধে এবং মাঠকর্মীরা আউটফিল্ড শুকনো করে ফেলতে পারেন, তাহলে এক ঘণ্টা দেরিতে শুরু হবে ম্যাচ।

কানপুরের আবহাওয়া কাজে লাগানোর লক্ষ্যে ভারতীয় দল

চিপকে পিচ বা আউটফিল্ড নিয়ে কোনও সমস্যা হয়নি। তবে গ্রিন পার্কের পরিস্থিতি আলাদা। এখানে আউটফিল্ড খুব একটা ভালো নয়। তার উপর আউটফিল্ড ভিজে থাকায় ফিল্ডারদের কাজ কিছুটা কঠিন হয়ে যেতে পারে। পিচ কিছুটা নরম। ভারতীয় দলে জসপ্রীত বুমরার মতো বিশ্বসেরা পেসার আছেন। ফলে বাংলাদেশের ব্যাটারদের কাজ আরও কঠিন হয়ে যাবে। চিপকে প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের চাপে ফেলে দিয়েছিলেন বুমরা। গ্রিন পার্কেও একইরকম পারফরম্যান্সের লক্ষ্যে এই পেসার। প্রথম টেস্ট ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া রবিচন্দ্রন অশ্বিন গ্রিন পার্কেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি। রবীন্দ্র জাডেজাও ভারতীয় দলকে ভরসা দিচ্ছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

দলে ৩ সিমার, কানপুর টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের

পাশে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দেশের মাটিতে বিদায়ী টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবেন শাকিব?

আচমকা টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর, দেশের মাটিতে খেলে বিদায়ের আশায় শাকিব