সংক্ষিপ্ত
হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চলছে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। এই ম্যাচের প্রথম সেশনের পর কোনও দলকেই এগিয়ে রাখা যাচ্ছে না।
হায়দরাবাদ টেস্ট ম্যাচের প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে ১০৮ রান করল ইংল্যান্ড। ৮ ওভার বোলিং করে ২০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৮ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ৩৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ইনিংসের শুরুটা ভালোভাবেই করেন ইংল্যান্ডের ওপেনার জাক ক্রলি (২০) ও বেন ডাকেট (৩৫)। তাঁদের জুটিতে যোগ হয় ৫৫ রান। ওপেনিং জুটি ভাঙেন অশ্বিন। তাঁর প্রথম শিকার হন ডাকেট। এরপর ৩ নম্বরে ব্যাটিং করতে নামা অলি পোপকে (১) ফিরিয়ে দেন জাদেজা। এরপর ক্রলিকে ফিরিয়ে দেন অশ্বিন। ৬০ রানে তৃতীয় উইকেট হারায় ইংল্যান্ড। ১৮ রান করে অপরাজিত জো রুট। ৩২ রান করে অপরাজিত জনি বেয়ারস্টো। এই জুটি দ্রুত ভাঙতে পারলে সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে ভারতীয় দল।
প্রথম সেশনে ব্যাকফুটে বুমরা-সিরাজ
হায়দরাবাদে প্রথম সেশনে ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না ভারতের পেসার জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। তাঁরা অবশ্য বেশিক্ষণ বোলিং করার সুযোগও পাননি। জাদেজা ও অশ্বিনকে দিয়েই বেশিক্ষণ বোলিং করান ভারতের অধিনায়ক রোহিত শর্মা। হায়দরাবাদের উইকেটে প্রথম সেশন থেকেই সাহায্য পাচ্ছেন স্পিনাররা। সেই কারণে দ্রুত ইংল্যান্ডের ইনিংস শেষ করার জন্য স্পিনারদের উপরেই ভরসা করছে ভারতীয় দল।
কার্যকর হচ্ছে না বাজবল
এই সিরিজ শুরু হওয়ার আগে বাজবল নিয়ে অনেক আলোচনা চলছিল। ভারতীয় দলকে হুঁশিয়ারি দিচ্ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা। কিন্তু হায়দরাবাদে এখনও পর্যন্ত বাজবল কাজে লাগেনি। ইংল্যান্ডের ইনিংসের শুরুটা ভালো হলেও, ভারতের স্পিনারদের পাল্টা আক্রমণে চাপে পড়ে গিয়েছে বেন স্টোকসের দল। যত দ্রুত সম্ভব ইংল্যান্ডকে অলআউট করার লক্ষ্যে ভারতীয় দল। এরপর ব্যাটারদের বড় স্কোর করতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Shoaib Bashir: ভিসা পেলেন, কয়েকদিনের মধ্যেই ভারতে আসছেন শোয়েব বশির
Suryakumar Yadav: পরপর ২ বার আইসিসি টি-২০ বর্ষসেরা ক্রিকেটার সূর্যকুমার যাদব