সংক্ষিপ্ত
ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার রাচিন রবীন্দ্রর আত্মীয়রা এখনও বেঙ্গালুরুতে থাকেন। ফলে এম চিন্নাস্বামী স্টেডিয়ামকে নিজের ঘরের মাঠ মনে করেন রাচিন। সেখানেই তিনি শতরান করলেন।
ভারতের মাটিতে টেস্ট ম্যাচে ১২ বছর পর শতরান করার নজির গড়লেন নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। তিনি টেস্টে দ্বিতীয় শতরান করলেন। ভারতের বিরুদ্ধে এটাই টেস্টে তাঁর প্রথম শতরান। এর আগে নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে ভারতের মাটিতে টেস্ট ম্যাচ শেষবার শতরান করেছিলেন রস টেলর। তিনি বেঙ্গালুরুতেই ১১৩ রান করেছিলেন। এবার এই নজির গড়লেন রাচিন। তাঁর আত্মীয়রা বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এই ম্যাচ দেখতে গিয়েছেন। তাঁদের সামনেই শতরান করলেন রাচিন। এই তরুণ ক্রিকেটার নিউজিল্যান্ডের নাগরিক হলেও, বেঙ্গালুরুকে নিজের শহর বলেই মনে করেন। সেখানেই ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচে শতরান করার কৃতিত্ব অর্জন করতে পেরে খুশি রাচিন। তাঁর অসামান্য ইনিংস ভারতীয় দলকে কোণঠাসা করে দিয়েছে।
রাচিনের ১৩৪ রানে কোণঠাসা ভারত
শুক্রবার বেঙ্গালুরু টেস্ট ম্যাচের তৃতীয় দিন দ্বিতীয় সেশনে ১৫৭ বলে ১৩৪ রান করেন রাচিন। তিনি ১৩টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন। রাচিনের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে প্রথম ইনিংসে ৪০২ রান করেছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ভারতের চেয়ে ৩৫৬ রানে এগিয়ে রাচিনরা। ২০১৩ সালের পর থেকে প্রথমবার ঘরের মাঠে টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে এত বেশি রানে পিছিয়ে পড়ল ভারতীয় দল।
রাচিনের অসাধারণ ব্যাটিং
ভারতের স্পিনারদের বলে সাবলীল ব্যাটিং করলেন রাচিন। তিনি রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজার বোলিংয়ে বড় শট খেললেন। সারা ইনিংসে নিয়ন্ত্রিত শট খেললেন এই তরুণ। তিনি বাউন্ডারি মেরে শতরান পূর্ণ করেন। পরিবারের সদস্যদের সামনে শতরান করতে পেরে উচ্ছ্বসিত হয়ে ওঠেন রাচিন। তিনি নিউজিল্যান্ডের ১৮-তম ব্যাটার হিসেবে ভারতের মাটিতে শতরান করলেন। ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্স দেখানোই রাচিনের লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
রাচিন রবীন্দ্রর ১৩৪, বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে ৩৫৬ রানে এগিয়ে নিউজিল্যান্ড
বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিন মাঠে নামতে পারলেন না ঋষভ, ফিটনেস নিয়ে চিন্তায় বিসিসিআই
বাংলাদেশে ফিরছেন না, শেষ টেস্ট ম্যাচ না খেলেই বিদায় শাকিব আল-হাসানের!