09:51 PM (IST) Jan 18
মাইকেল ব্রেসওয়েলের অসাধারণ লড়াই সত্ত্বেও ১২ রানে ম্যাচ জিতে নিল ভারত

প্রথম ওডিআই ম্যাচে নিউজিল্যান্ডকে ১২ রানে হারিয়ে দিল ভারত। সিরিজে ১-০- এগিয়ে গেল ভারত।

09:46 PM (IST) Jan 18
শেষ ওভারে বোলিং করতে যাচ্ছেন শার্দুল ঠাকুর, নিউজিল্যান্ডের দরকার ২০ রান

শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ২০ রান। বল করছেন শার্দুল ঠাকুর।

09:38 PM (IST) Jan 18
ম্যাচ জেতার জন্য শেষ ২ ওভারে নিউজিল্যান্ডের দরকার ২৪ রান, আছেন ব্রেসওয়েল

মাইকেল ব্রেসওয়েলের লড়াইয়ের সুবাদে ভারতের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড।

09:25 PM (IST) Jan 18
প্রথম বলেই হেনরি শিপলিকে বোল্ড করে দিলেন মহম্মদ সিরাজ, ৮ উইকেট হারাল নিউজিল্যান্ড

প্রথম বলেই বোল্ড হেনরি শিপলি। ৮ উইকেট হারাল নিউজিল্যান্ড।

09:23 PM (IST) Jan 18
৫৭ রান করে মহম্মদ সিরাজের বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মিচেল স্যান্টনার, সপ্তম উইকেট হারাল নিউজিল্যান্ড

মিচেল স্যান্টনারকে আউট করে মাইকেল ব্রেসওয়েলের সঙ্গে অসাধারণ জুটি ভেঙে দিলেন মহম্মদ সিরাজ।

09:07 PM (IST) Jan 18
৫৭ বলে শতরান করলেন মাইকেল ব্রেসওয়েল, ভারতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড

হায়দরাবাদে অসাধারণ লড়াই মাইকেল ব্রেসওয়েলের। লড়াই চালিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড।

08:56 PM (IST) Jan 18
মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনারের অসাধারণ লড়াইয়ে চাপে পড়ে গেল ভারত

শতরানের পথে মাইকেল ব্রেসওয়েল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের শেষদিকে চাপে পড়ে গেল ভারতীয় দল।

08:45 PM (IST) Jan 18
মাইকেল ব্রেসওয়েলের দুরন্ত অর্ধশতরান, লড়াই চালিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড

অর্ধশতরান করলেন মাইকেল ব্রেসওয়েল। তাঁর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন মিচেল স্যান্টনার। 

08:30 PM (IST) Jan 18
লড়াই চালাচ্ছেন মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল, এখনও ৬ উইকেট নিউজিল্যান্ডের

৬ উইকেট পড়ে গেলেও লড়াই চালিয়ে যাচ্ছেন মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল।

08:04 PM (IST) Jan 18
মহম্মদ সিরাজের বলে ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন টম ল্যাথাম

২৪ রান করে মহম্মদ সিরাজের বলে আউট টম ল্যাথাম। ১৩১ রানে ৬ উইকেট হারাল নিউজিল্যান্ড।

07:45 PM (IST) Jan 18
১১ রান করে মহম্মদ শামির বলে বোল্ড গ্লেন ফিলিপস, ৫ উইকেট হারাল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের পঞ্চম উইকেটে পতন। মহম্মদ শামির বলে বোল্ড গ্লেন ফিলিপস।

07:22 PM (IST) Jan 18
কুলদীপ যাদবের বলে এলবিডব্লু ড্যারিল মিচেল, ৪ উইকেট হারাল নিউজিল্যান্ড

৯ রান করে কুলদীপ যাদবের বলে এলবিডব্লু হয়ে গেলেন ড্যারিল মিচেল। ৪ উইকেট হারাল নিউজিল্যান্ড।

07:11 PM (IST) Jan 18
কুলদীপ যাদবের অসাধারণ বলে বোল্ড হেনরি নিকোলস, তৃতীয় উইকেট তুলে নিল ভারত

১৮ রান করে কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে গেলেন হেনরি নিকোলস। ৩ উইকেট পেল ভারত।

06:55 PM (IST) Jan 18
৪০ রান করে আউট ফিন অ্যালেন, ৭০ রানে দ্বিতীয় উইকেট হারাল নিউজিল্যান্ড

জাতীয় দলে ফিরেই উইকেট নিলেন শার্দুল ঠাকুর। ৪০ রান করে আউট ফিন অ্যালেন। ৭০ রানে দ্বিতীয় উইকেট হারাল নিউজিল্যান্ড।

06:39 PM (IST) Jan 18
৩৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ৪২

১০ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ৪২। ক্রিজে হেনরি নিকোলস ও ফিন অ্যালেন।

06:18 PM (IST) Jan 18
১০ রান করে আউট ডেভন কনওয়ে, নিউজিল্যান্ডের প্রথম উইকেট নিলেন মহম্মদ সিরাজ

বিশাল টার্গেট তাড়া করতে নেমে ২৮ রানে প্রথম উইকেট হারাল নিউজিল্যান্ড। ১০ রান করে মহম্মদ সিরাজের বলে কুলদীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে আউট ডেভন কনওয়ে।

05:53 PM (IST) Jan 18
৩৫০ রানের টার্গেট তাড়া করতে নেমেছে নিউজিল্যান্ড, ওপেন করছেন ডেভন কনওয়ে ও ফিন অ্য়ালেন

নিউজিল্যান্ডের হয়ে ওপেন করতে নেমেছেন ডেভন কনওয়ে ও ফিন অ্য়ালেন। কিউয়িদের টার্গেট ৩৫০।

05:41 PM (IST) Jan 18
ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে কম বয়সে দ্বিশতরান করার রেকর্ড শুবমান গিলের

কনিষ্ঠতম ব্যাটার হিসেবে ওডিআই ফর্ম্যাটে দ্বিশতরান করার রেকর্ড গড়লেন শুবমান গিল।

05:22 PM (IST) Jan 18
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ৩৪৯ রান করল ভারত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ৮ উইকেটে ৩৪৯ রান ভারতের।

05:17 PM (IST) Jan 18
১৪৯ বলে ২০৮ রান করে আউট হলেন শুবমান গিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশাল স্কোর ভারতের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ২০৮ রান করলেন শুবমান গিল।