দ্বিতীয় টি-২০ ম্যাচে সহজ জয় পেয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনল ভারতীয় দল।
IND Vs NZ T20 Live Updates: নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

ওডিআই সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও, টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়েছে ভারত। এবার দ্বিতীয় টি-২০ ম্যাচ জিততেই হবে। না হলে সিরিজ খোয়াতে হবে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবদের। এই ম্যাচে বাদ পড়েছেন উমরান মালিক। খেলছেন কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর জন্য কুলচা জুটির উপরেই ভরসা করছে ভারতীয় দল। গত ম্যাচে ভারতের বোলাররা মোটেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। দ্বিতীয় ম্যাচে এই ভুল করলে চলবে না।
সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেট হারিয়ে সমতা ফেরাল ভারত
সূর্যকুমার যাদবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট ওয়াশিংটন সুন্দর, ৪ উইকেট হারাল ভারত
রান আউট হয়ে গেলেন ওয়াশিংটন সুন্দর। ৪ উইকেট হারাল ভারত।
১৩ রান করে আউট হয়ে গেলেন রাহুল ত্রিপাঠি, ৫০ রানে ৩ উইকেট হারাল ভারত
১৩ রান করে আউট রাহুল ত্রিপাঠি। ৫০ রানের মাথায় তৃতীয় উইকেট হারাল ভারতীয় দল।
১৯ রান করে রান আউট হয়ে গেলেন ঈশান কিষান, দ্বিতীয় উইকেট হারাল ভারতীয় দল
রান আউট হয়ে গেলেন ঈশান কিষান। ৪৬ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারতীয় দল।
১১ রান করে আউট হয়ে গেলেন শুবমান গিল, ১৭ রানে প্রথম উইকেট হারাল ভারতীয় দল
১০০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭ রানে প্রথম উইকেট হারাল ভারত। ১১ রান করে আউট শুবমান গিল।
ভারতের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন শুবমান গিল ও ঈশান কিষান, এগিয়ে চলেছে ভারতের ইনিংস
ঈশান কিষান ও শুবমান গিল ওপেন করতে নেমে ভারতের রান বাড়িয়ে নিয়ে যাচ্ছেন।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৯ রান করল নিউজিল্যান্ড, ভারতের টার্গেট ১০০
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে সমতা ফেরাতে হলে ভারতীয় দলকে করতে হবে ১০০ রান।
লখনউয়ে ৮৪ রানে নিউজিল্যান্ডের ৮ উইকেট তুলে নিয়ে চালকের আসনে ভারতীয় দল
৮৪ রানে ৮ উইকেট হারিয়ে রীতিমতো চাপে নিউজিল্যান্ড। সুবিধাজনক জায়গায় ভারত।
বাউন্ডারি লাইনে অসাধারণ ক্যাচ আর্শদীপ সিংয়ের, ৮৩ রানে ৭ উইকেট নিউজিল্যান্ডের
পরপর উইকেট তুলে নিচ্ছে ভারত। ৮৩ রানে ৭ উইকেট খুইয়ে বসল নিউজিল্যান্ড।
৬০ রানে ৫ উইকেট, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভালো জায়গায় ভারত
লখনউয়ে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬০ রানে ৫ উইকেট হারাল নিউজিল্যান্ড।
দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে পরপর উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড
লখনউয়ে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ১১ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৫৪।
শুরুতেই উইকেট ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহালের, ভালো জায়গায় ভারত
দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেও শুরুতে জোড়া উইকেট তুলে নিয়ে ভালো জায়গায় ভারত।
নিউজিল্যান্ডকে অল্প রানে আটকে রাখাই হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দরদের লক্ষ্য
ভারতের হয়ে বোলিং আক্রমণ শুরু করেছেন ওয়াশিংটন সুন্দর ও হার্দিক পান্ডিয়া।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দলে নেই উমরান মালিক
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দলে আছেন- শুবমান গিল, ঈশান কিষান, রাহুল ত্রিপাঠি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শিবম মাভি, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও আর্শদীপ।