সংক্ষিপ্ত

মেঘলা পরিবেশে পেস ও বাউন্সে ভরা উইকেটে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা নতুন নয়। দশকের পর দশক ধরে বিদেশ সফরে একই ঘটনা দেখা যাচ্ছে। ২০২৩ সালের শেষে এসেও সেই ধারায় বদল হল না।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথম টেস্ট ম্যাচের শুরুটা ভালোভাবে করতে পারল না ভারতীয় দল। স্যাঁতস্যাঁতে পিচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে চাপে পড়ে গেল ভারত। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ২০৮। বড় স্কোর করলেন একমাত্র কে এল রাহুল। এছাড়া কিছুটা লড়াই করলেন বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার ও শার্দুল ঠাকুর। দক্ষিণ আফ্রিকার হয়ে অসাধারণ বোলিং করলেন কাগিসো রাবাদা। প্রথম দিন ৫৯ ওভারের বেশি খেলা সম্ভব হল না। পিচ থেকে যথেষ্ট সাহায্য পেলেন পেসাররা। দ্বিতীয় দিন ভারতের পেসাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারলে লড়াইয়ে থাকবে দল।

ভারতের টপ অর্ডারের ব্যর্থতা

মঙ্গলবার আউটফিল্ড ভেজা থাকায় দেরিতে শুরু হয় ম্যাচ। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ভারতের ইনিংসের শুরুটা ভালো হয়নি। পঞ্চম ওভারেই আউট হয়ে যান অধিনায়ক রোহিত শর্মা (৫)। অপর ওপেনার যশস্বী জয়সোয়াল করেন ১৭ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ২ রান করেই আউট হয়ে যান শুবমান গিল। বিরাট করেন ৩৮ রান। ৩১ রান করেন শ্রেয়াস। দিনের শেষে ৭০ রান করে অপরাজিত রাহুল। তাঁর ১০৫ বলের ইনিংসে ১০টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি ছিল। দ্বিতীয় দিন সকালে রাহুল যদি শতরান করতে পারেন, তাহলে ভারতীয় দলের স্কোর ভদ্রস্থ জায়গায় পৌঁছে যাবে। প্রথম দিন ভারতের লোয়ার অর্ডার ব্যাটারদের মধ্যে ভালো পারফরম্যান্স দেখান শার্দুল (২৪)। রবিচন্দ্রন অশ্বিন করেন ৮ রান। জসপ্রীত বুমরা করেন ১ রান। দিনের শেষে ০ রানে অপরাজিত মহম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত বোলিং

দক্ষিণ আফ্রিকার পেসারদের মধ্যে ৪৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন রাবাদা। ৫০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন নান্দ্রে বার্গার। ৫২ রান দিয়ে ১ উইকেট নেন মার্কো জ্যানসেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Hardik Pandya: হার্দিকের জন্য গুজরাট টাইটানসকে ১০০ কোটি টাকা দিয়েছে মুম্বই ইন্ডিয়ানস?

Alyssa Healy: ওয়াংখেড়েতে টেস্ট ম্যাচ হেরেও মন জয় অস্ট্রেলিয়ার অধিনায়কের

India Women Vs Australia Women: হরমনপ্রীতদের জয়ে উচ্ছ্বসিত ওয়াংখেড়ে, দর্শকদের কণ্ঠে বন্দে মাতরম, ভাইরাল ভিডিও