রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার মহিলা দলের টেস্ট ম্যাচ শেষ হয়েছে। চতুর্থ দিনেই জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। এই প্রথম মহিলা ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে জয় পেল ভারত।

গুণীই গুণের কদর করেন। ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর গ্লেন ম্যাক্সওয়েলকে নিজের জার্সি উপহার দেন বিরাট কোহলি। রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টেস্ট ম্যাচে ভারতের কাছে হারের পর নিজেই ভারতীয় ক্রিকেটারদের ছবি তুলতে এগিয়ে যান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। তাঁর এই সৌজন্যবোধ ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছে। সবাই অস্ট্রেলিয়ার অধিনায়কের আচরণে মুগ্ধ। ফলে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচে হেরে গেলেও, মন জয় করল অস্ট্রেলিয়া। উইমেনস প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্সের হয়ে খেলেন হিলি। তিনি ক্রিকেট দুনিয়ায় বেশ জনপ্রিয়। রবিবার থেকে ভারতে তাঁর জনপ্রিয়তা বেড়ে গিয়েছে।

দ্রুত বদলে যাচ্ছে মহিলা ক্রিকেট

গত কয়েক বছরে মহিলা ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনই অর্থ, জনপ্রিয়তাও বেড়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচেও মহিলা ক্রিকেটের মানের উন্নতির প্রমাণ পাওয়া গিয়েছে। এই ম্যাচে দুর্দান্ত লড়াই হয়েছে। সহজ জয় পেল ভারতীয় দল। তবে ম্যাচ চলাকালীন লড়াই হলেও, ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে কোনওরকম তিক্ততা তৈরি হয়নি। ম্যাচ শেষ হওয়ার পর হিলির আচরণেই এর প্রমাণ পাওয়া গিয়েছে।

Scroll to load tweet…

ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও জয় ভারতের

সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে জয় পেয়েছে ভারতের মহিলা দল। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও জয় পেলেন হরমনপ্রীত কউররা। ২ ইনিংসেই বল হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন স্নেহ রানা। ভালো পারফরম্যান্স দেখিয়েছেন স্মৃতি মন্ধানা, রিচা ঘোষরাও। পুরুষদের ক্রিকেটের মতোই মহিলা ক্রিকেটেও অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়া। সেই দলের বিরুদ্ধে সহজ জয় পাওয়ায় ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। এবার আরও সাফল্য পাওয়াই জেমাইমা রডরিগেজদের লক্ষ্য। ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই সাফল্যের লক্ষ্যে ভারতের মহিলা দল। 

Scroll to load tweet…

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

KL Rahul: টেস্টে প্রথমবার কিপিংয়ের দায়িত্বে, সফল হবেন রাহুল, আশাবাদী দ্রাবিড়

India Vs South Africa: ওডিআই বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেটাররা, মত দ্রাবিড়ের

India Women Vs Australia Women: হরমনপ্রীতদের জয়ে উচ্ছ্বসিত ওয়াংখেড়ে, দর্শকদের কণ্ঠে বন্দে মাতরম, ভাইরাল ভিডিও