সংক্ষিপ্ত
৩১ বছরে প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে খেলতে নেমেছে ভারতীয় দল। বক্সিং ডে টেস্ট ম্যাচ জিততে মরিয়া রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। এই ম্যাচে অভিষেক হল পেসার প্রসিদ্ধ কৃষ্ণর। ফলে খেলার সুযোগ পেলেন না বাংলার পেসার মুকেশ কুমার। এদিন সকালে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা জানান, তাঁর পিঠে ব্যথা রয়েছে। সেই কারণে তাঁর পক্ষে এই ম্যাচে খেলা সম্ভব হচ্ছে না। ভারতীয় দলের হয়ে এই ম্যাচে খেলছেন- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ।
বড় স্কোরের লক্ষ্যে রোহিত
টসের পর ভারতের অধিনায়ক রোহিত বলেছেন, ‘টসে জিতে প্রথমে ব্যাটিং করব না বোলিং করব বুঝতে পারছিলাম না। আমরা পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে অবহিত ছিলাম। আমরা এখানে এর আগে কয়েকবার খেলেছি। আমাদের বড় স্কোর করতে হবে। এরপর বোলারদের নিজেদের কাজটা ভালোভাবে করতে হবে। আমরা মেঘলা আবহাওয়া এবং ঘাসে ভর্তি পিচে প্রথমে ব্যাটিং করার চ্যালেঞ্জের বিষয়টি জানি। তবে দলের সবাই এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি। আমরা যখনই এখানে আসি, সবসময়ই সাফল্যের আশা থাকে। আমরা গত ২ বারের সফরে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। আমাদের দল নিয়ে আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী। দল নিয়ে আমরা খুশি। আমরা ৪ জন পেসার ও ১ জন স্পিনার নিয়ে খেলছি। জাদেজার পরিবর্তে খেলছে অশ্বিন। জাড্ডুর পিঠে ব্যথা রয়েছে। সেই কারণেই খেলছে অশ্বিন। ও ভালো মানের স্পিনার। প্রসিদ্ধর অভিষেক হল। ওর সঙ্গে অন্য পেসাররা হল শার্দুল, সিরাজ ও বুমরা।’
পরিবেশ-পরিস্থিতির সুযোগ নিতে চান টেম্বা বাভুমা
টসে জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা বলেছেন, ‘আমরা প্রথমে বোলিং করব। উইকেট ঢাকা আছে। আমরা ভেজা উইকেটের সুযোগ নিতে চাই। শুরুতেই উইকেট নিতে চাই। আমাদের দলের সবাই এই পরিবেশ-পরিস্থিতিতে খেলতে তৈরি। আমাদের দলের খেলোয়াড়দের মধ্যে একমাত্র লুঙ্গি এনগিডি পুরোপুরি ফিট নেই। আজ আমাদের দলের হয়ে ২ জনের অভিষেক হল। ওরা হল নান্দ্রে বার্গার ও ডেভিড বেডিংহ্যাম। এই ম্যাচে আমাদের দলে ৪ জন পেসার আছে। ভারতের বিরুদ্ধে খেলা সবসময়ই কঠিন। তবে আমরা ভালোভাবেই প্রস্তুতি নিয়েছি।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন
Virat Kohli: ২ বছর আগের সফরে সাফল্য পাননি, দক্ষিণ আফ্রিকায় হিসেব মেটানোর লক্ষ্যে বিরাট
India Vs South Africa: তৈরি রোহিত, বিরাট, বুমরা, দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত