Eden Gardens: ইডেন গার্ডেন্সে দীর্ঘদিন ধরে টেস্ট ম্যাচ হচ্ছে। এই স্টেডিয়ামে রান তাড়া করে জয় পাওয়া সহজ নয়। তবে রবিবার ভারতীয় দল রান তাড়া করে জয় পাবে বলে আশায় সারা দেশের ক্রিকেটপ্রেমীরা।

DID YOU
KNOW
?
১৯৩৪ সাল থেকে ইডেন টেস্ট
ইডেন গার্ডেন্সে ১৯৩৪ সালে প্রথমবার টেস্ট ম্যাচ হয়। তারপর থেকে এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট খেলা চলছে।

India vs South Africa: রবিবার কি ইডেন গার্ডেন্সে (Eden Gardens) নতুন ইতিহাস গড়বে ভারতীয় দল? সেই আশা উজ্জ্বল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পাওয়ার জন্য দ্বিতীয় ইনিংসে ভারতের দরকার ১২৪ রান। জয় পেলে ইডেন গার্ডেন্সে সবচেয়ে বেশি রান তাড়া করে জয় পাওয়ার রেকর্ড গড়বে ভারতীয় দল। এই স্টেডিয়ামে টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি রান তাড়া করে জয় পাওয়ার রেকর্ড ভারতেরই। ২০০৪ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ১১৭ রান তাড়া করে জয় পেয়েছিল ভারত। এবার তার চেয়ে বেশি রান করতে হবে। দ্বিতীয় ইনিংসের শুরুতেই জোড়া উইকেট হারায় ভারতীয় দল। তবে তারপর ইনিংসের হাল ধরেন ধ্রুব জুরেল (Dhruv Jurel) ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। ফলে ভারত জয় পাবে বলে আশা বেড়েছে।

ইডেনে রান তাড়া করা কঠিন

ইডেন গার্ডেন্সে ১৯৩৪ সাল থেকে টেস্ট ম্যাচ হচ্ছে। গত ৮৯ বছরে ৩০ বারের চেষ্টায় মাত্র পাঁচ দল রান তাড়া করে জয় পেয়েছে। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, ইডেনে কোনও টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা সব দলের পক্ষেই অত্যন্ত কঠিন। ২১ বছর আগে এই মাঠে রান তাড়া করে জয় পাওয়ার রেকর্ড গড়ে ভারতীয় দল। রবিবার নতুন রেকর্ডের অপেক্ষায় ক্রিকেটের নন্দনকানন।

ইডেনে ১০০-এর বেশি রান তাড়া একবারই!

ইডেন গার্ডেন্সে টেস্ট ম্যাচে একবারই কোনও দল ১০০-এর বেশি রান তাড়া করে জয় পেয়েছে। ঠিক ২১ বছর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১৭ রানের টার্গেট তাড়া করতে নেমে জয় পায় ভারত। এছাড়া এই মাঠে বাকি সব ক্ষেত্রে ১০০ রানের কম টার্গেট তাড়া করে জয় এসেছে। ১৯৯৩ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে ৭৯ রানের টার্গেট তাড়া করে জয় পায় ভারতীয় দল। ২০১২ সালের ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে ৪১ রানের টার্গেট তাড়া করে জয় পায় ইংল্যান্ড। ১৯৯৬ সালের ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে (Australia vs India) ৩৯ রানের টার্গেট তাড়া করতে নেমে জয় পায় অস্ট্রেলিয়া। ১৯৭৭ সালের জানুয়ারিতে ভারতের বিরুদ্ধে ১৬ রানের টার্গেট তাড়া করতে নেমে জয় পায় ইংল্যান্ড।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।