সংক্ষিপ্ত

গত ২ বছর ধরে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে অসামান্য পারফরম্যান্স দেখাচ্ছেন সূর্যকুমার যাদব। সাময়িকভাবে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার পেয়েও তাঁর খেলার ধরন বদলায়নি।

মঙ্গলবার সেন্ট জর্জেস পার্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে নতুন নজির গড়লেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের দেশে টি-২০ ম্যাচে অর্ধশতরান করলেন। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে দিয়েছেন সূর্যকুমার। তিনিই ভারতীয় অধিনায়কদের মধ্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-২০ ম্যাচে সবচেয়ে বেশি রান করলেন। মঙ্গলবারের ম্যাচে ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ৩৬ বলে ৫৬ রান করেন সূর্যকুমার। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। এই ইনিংসেই নতুন নজির গড়লেন সূর্যকুমার।

রিঙ্কু সিংয়েরও অর্ধশতরান

সূর্যকুমারের নজির গড়ার ম্যাচে অবশ্য জয় পেল না ভারতীয় দল। এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৮০ রান করে ভারত। ২ ওপেনার যশস্বী জয়সোয়াল (০) ও শুবমান গিল (০) শুরুতেই আউট হয়ে যান। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ২৯ রান করেন তিলক ভার্মা। ৩৯ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। তাঁর ব্যাট থেকে ৯টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি আসে। ৩ বল খেলেই আউট হয়ে যান উইকেটকিপার জিতেশ শর্মা (১)। রবীন্দ্র জাদেজা করেন ১৯ রান। প্রথম বলেই আউট হয়ে যান আর্শদীপ সিং। ক্রিজে গেলেও ব্যাটিং করার সুযোগ পাননি মহম্মদ সিরাজ (০)। 

৫ উইকেটে হার ভারতের

বৃষ্টির জন্য দক্ষিণ আফ্রিকার ইনিংসে ওভার সংখ্যা কমানো হয়। ১৫ ওভারে প্রোটিয়াদের টার্গেট হয় ১৫২। সেই টার্গেট তাড়া করে জয় পেতে বিশেষ সমস্যা হয়নি। ১৩.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় পায় দক্ষিণ আফ্রিকা। সর্বাধিক ৪৯ রান করেন ওপেনার রিজা হেনড্রিকস। অধিনায়ক এইডেন মার্করাম করেন ৩০ রান। ভারতের হয়ে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন মুকেশ কুমার। ২৭ রান দিয়ে ১ উইকেট নেন সিরাজ। ২৬ রান দিয়ে ১ উইকেট নেন কুলদীপ যাদব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লড়াই করেও ৫ উইকেটে হার ভারতের

India Vs Nepal: নেপালের বিরুদ্ধে ৭ উইকেট, ইরফান পাঠানকে মনে করালেন ১৮ বছরের রাজ লিম্বানি

YouTube video player