সংক্ষিপ্ত

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টি-২০ ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ার পর মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। এই ম্যাচ ভারতের তরুণ ক্রিকেটারদের কাছে পরীক্ষা।

ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টি-২০ ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। বৃষ্টি মাথায় নিয়েই হচ্ছে দ্বিতীয় টি-২০ ম্যাচ। এই ম্যাচ শুরু হওয়ার আগেই সেন্ট জর্জেস পার্কে বৃষ্টি হয়ে গিয়েছে। এই পরিবেশে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ফলে ভারতীয় ব্যাটারদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে। কয়েক মাস পরেই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। তার আগে এদিনের ম্যাচ-সহ মাত্র ৫টি টি-২০ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ভারতীয় দল। সেই কারণে এই ম্যাচগুলিকে কাজে লাগানোর চেষ্টা করছেন সূর্যকুমার যাদবরা।

অসুস্থতার জন্য দলে নেই রুতুরাজ গায়কোয়াড়

মঙ্গলবারের ম্যাচে ভারতের হয়ে খেলছেন- যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং ও মুকেশ কুমার। অসুস্থতার জন্য খেলতে পারছেন না রুতুরাজ গায়কোয়াড়। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলছেন- ম্যাথু ব্রিৎজকে, রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেইনরিক ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জ্যানসেন, অ্যান্ডিল ফেলুকওয়ায়ো, জেরাল্ড কোটজি, লিজাড উইলিয়ামস ও তাবরেজ শামসি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সতর্ক শুবমান

সেন্ট জর্জেস পার্কে ব্যাটিং করতে নামার আগে শুবমান বলেন, ‘এই সিরিজ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইপিএল-এর আগে আমাদের হাতে আর মাত্র ৫ ম্যাচ আছে। ফলে প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমি খুব বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলিনি। ফলে এই সিরিজ এবং ভারতে ৩টি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিকভাবে ভালো জায়গায় থাকতে হবে এবং ভালোভাবে শট খেলতে হবে। পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। আমি সেটাই করার চেষ্টা করছি।’

টসে হেরে খুশি সূর্যকুমার

ম্যাচ শুরু হওয়ার আগে ভারতের অধিনায়ক সূর্যকুমার বলেন, ‘এখানে এসে খুব ভালো লাগছে। খেলার সুযোগ পাচ্ছি বলে আরও ভালো লাগছে। টসে জিতে কী করব সেটা নিয়ে আমরা সংশয়ে ছিলাম। কিন্তু এখন প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে আমরা খুব খুশি। যারা এই ম্যাচ খেলছে, তাদের সবার কাছে ভালো সুযোগ। বিশ্বকাপের ৫-৬ মাস দেরি আছে। দলের সবাইকে বলেছি, নিজেদের খেলা উপভোগ করতে হবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Nepal: নেপালের বিরুদ্ধে ৭ উইকেট, ইরফান পাঠানকে মনে করালেন ১৮ বছরের রাজ লিম্বানি

Indian Cricketers: ভুলেছেন ডায়েট, মশলাদার খাবার খেয়ে ভুড়ি হয়েছে রোহিত থেকে বিরাট সকলের, রইল AI ছবি

YouTube video player