সংক্ষিপ্ত

শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ।

রোহিত শর্মা এবং বিরাট কোহলিরা যখন অস্ট্রেলিয়া সফর নিয়ে চিন্তিত, তখন টি-২০ বিশ্বকাপ ফাইনালে এই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই সেরার শিরোপা জিতেছিলেন রোহিতরা। যদিও সেই ভারতীয় দলের সঙ্গে বর্তমান টিম ইন্ডিয়ার অনেকটাই ফারাক রয়েছে।

সেই দলের বেশিরভাগ ক্রিকেটাররাই এখন অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে ব্যস্ত। সূর্যকুমারের নেতৃত্বে নতুন এক ভারতীয় দল খেলতে নামছে। যাদের অনেকেরই আবার দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলার খুব একটা বেশি অভিজ্ঞতা নেই।

প্রসঙ্গত, সামনের বিশ্বকাপের জন‌্য নতুন একটি শক্তিশালী দল তৈরি করার কাজ চলছে। যে দলে মূলত, তরুণ ক্রিকেটারদেরই প্রধান্য দেওয়া হচ্ছে। কারণ, লক্ষ্য আগামী টি-২০ বিশ্বকাপ। ফলে, একাধিক ক্রিকেটারকে আগামী দু-বছর ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া হবে। ঘরের মাঠে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর, এবার দক্ষিণ আফ্রিকাতেও সেই ধারাবাহিকতাই ধরে রাখতে চাইছে ভারতের ইয়ং ব্রিগেড। অবশ‌্য এই দলের সঙ্গে কোচ গৌতম গম্ভীর যাননি। কারণ, কয়েকদিনের মধ্যেই তাঁকে অস্ট্রেলিয়া উড়ে যেতে হবে। তাই দক্ষিণ আফ্রিকায় ভিভিএস লক্ষ্মণকে কোচ হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি, রাহুল দ্রাবিড়ও কোচ থাকাকালীন দলের সঙ্গে বেশ কয়েকটি সিরিজে ভারতীয় দলের কোচ হিসেবে গেছিলেন লক্ষ্মণ।

সূত্রের খবর, ডারবানে শুক্রবার অভিষেক হতে পারে রমণদীপ সিংয়ের। ব‌্যাটিং-এর সঙ্গে সঙ্গে মিডিয়াম পেস বোলিংও বেশ ভালোই করতে পারেন রমণদীপ। যা দক্ষিণ আফ্রিকার মাটিতে কার্যকরী হতে পারে বলেই অনেকে মনে করছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে বেশ কিছু ভালো ইনিংসও খেলেন তিনি।

ফলে, দুই পেসার আর্শদীপ সিং এবং আবেশ খানের সঙ্গে দুজন স্পিনার হয়তে দলে থাকতে পারেন। হার্দিকও রয়েছেন সঙ্গে। সবমিলিয়ে, সিরিজের শুরুটা ভালোই করতে চাইছেন সবাই।

অন্যদিকে, ম্যাচ শুরু ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিটে। খেলা সরাসরি সম্প্রচারিত হবে স্পোর্টস ১৮ এবং জিও সিনেমাতে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।