সংক্ষিপ্ত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ০-১ পিছিয়ে ভারতীয় দল। বৃহস্পতিবার জোহানেসবার্গে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোই সূর্যকুমার যাদবদের লক্ষ্য।

জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। দ্বিতীয় টি-২০ ম্যাচে হেরে সিরিজে ০-১ পিছিয়ে ভারতীয় দল। ফলে সিরিজে সমতা ফেরাতে হলে বৃহস্পতিবারের ম্যাচ জিততেই হবে ভারতকে। এই ম্যাচে ভারতীয় দলে কোনও বদল হয়নি। গত ম্যাচে যাঁরা খেলেছিলেন, এদিন তাঁরাই খেলছেন। এই ম্যাচে ভারতীয় দলে আছেন- যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও মুকেশ কুমার।

দক্ষিণ আফ্রিকা দলে একাধিক বদল

টসে জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করাম বলেন, 'আমরা ফের প্রথমে বোলিং করব। তাজা উইকেটে এই ম্যাচ হচ্ছে। গত ম্যাচে আমরা যেভাবে রান তাড়া করেছি, তাতে আমি খুব খুশি। আমাদের সব বিভাগেই উন্নতি করার অবকাশ আছে। আজ আমাদের ভুল-ত্রুটি শুধরে নেওয়ার সুযোগ রয়েছে। ভারতের বিরুদ্ধে সিরিজ জিততে পারলে সেটা বড় সাফল্য হবে। দারুণ পরিবেশে এই ম্যাচ হচ্ছে। আশা করি দলের সবাই নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে পারবে। এই ম্যাচে আমাদের দলে ৩ বদল হয়েছে। দলে ফিরেছে কেশব মহারাজ। নান্দ্রে বার্গারের অভিষেক হল। ট্রিস্টান স্টাবসের পরিবর্তে খেলছে ডনোভান ফেরেইরা।' এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলছেন- রিজা হেনড্রিকস, ম্যাথু ব্রিৎজকে, এইডেন মার্করাম (অধিনায়ক), হেইনরিক ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, ডনোভান ফেরেইরা, অ্যান্ডিল ফেলুকওয়ায়ো, কেশব মহারাজ, লিজাড উইলিয়ামস, তাবরেজ শামসি ও নান্দ্রে বার্গার।

বড় স্কোরের লক্ষ্যে সূর্যকুমার

টসের পর ভারতের অধিনায়ক সূর্যকুমার বলেন, ‘স্কোরবোর্ডে বড় রান তুলে তারপর সেই রানের মধ্যেই দক্ষিণ আফ্রিকাকে আটকে রাখতে চাই আমরা। পিচ দেখে ভালো বলেই মনে হচ্ছে। আমার মনে হয় পিচের অবস্থার খুব একটা বদল হবে না। আমরা নির্ভীক ক্রিকেট খেলতে চাই। সেটাই আমাদের লক্ষ্য। গত ম্যাচ থেকে আমাদের জন্য অনেক ইতিবাচক দিক আছে। আজও আমরা ভালো খেলতে চাই।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Australia Vs Pakistan: ওয়ার্নারের ১৬৪, পাকিস্তানের বিরুদ্ধে ভালো জায়গায় অস্ট্রেলিয়া

Kolkata Knight Riders: কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক পদে ফিরলেন শ্রেয়াস আইয়ার

Usman Khawaja: আইসিসি-র নিষেধাজ্ঞার প্রতিবাদ, কালো আর্মব্যান্ড পরে উসমান খাজা