09:22 PM (IST) Jan 10

অপরাজিত শতরান করলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা, ৬৭ রানে জয় ভারতের

ভারতের বিরুদ্ধে অপরাজিত শতরান করলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। ৬৭ রানে জয় পেল ভারত।

09:09 PM (IST) Jan 10

এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা, শেষের দিকে ম্যাচ

লড়াই চালিয়ে যাচ্ছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। ভারতের জয় সময়ের অপেক্ষা।

08:51 PM (IST) Jan 10

লড়াই করছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা, তিনি অর্ধশতরান করে ফেলেছেন

অর্ধশতরান করলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা।

08:30 PM (IST) Jan 10

২০৬ রানে ৮ উইকেট হারিয়ে বসল শ্রীলঙ্কা, জয় থেকে ২ উইকেট দূরে ভারতীয় দল

শ্রীলঙ্কার ৮ উইকেট তুলে নিল ভারত। আর ২ উইকেট পেলেই জয় ছিনিয়ে নেবে ভারত।

08:21 PM (IST) Jan 10

ভারতের বিশাল স্কোর তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে হারের মুখে শ্রীলঙ্কা

৩৬ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ৭ উইকেটে ১৯৮। জয়ের পথে ভারত।

08:06 PM (IST) Jan 10

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ৩ উইকেট নিলেন উমরান মালিক

উমরান মালিকের ৩ উইকেট। ভারতের বিরুদ্ধে ৭ উইকেট খুইয়ে বসল শ্রীলঙ্কা। জয়ের কাছাকাছি ভারত।

07:59 PM (IST) Jan 10

শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয় পেতে চলেছে ভারত, ৬ উইকেট খুইয়ে ধুঁকছে শ্রীলঙ্কা

১৮৭ রানে ৬ উইকেট হারিয়ে ভারতের বিরুদ্ধে বিশাল ব্যবধানে হারের মুখে শ্রীলঙ্কা।

07:48 PM (IST) Jan 10

শ্রীলঙ্কার হয়ে লড়াই করছেন একমাত্র পথুম নিশাঙ্ক, অর্ধশতরান হয়ে গিয়েছে তাঁর

অর্ধশতরান করে ফেলেছেন। শ্রীলঙ্কার হয়ে লড়াই করছেন পথুম নিশাঙ্ক।

07:35 PM (IST) Jan 10

ভারতের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ৪ উইকেট খুইয়ে বসল শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

৪৭ রান করে আউট ধনঞ্জয় ডি সিলভা। ৪ উইকেট হারাল শ্রীলঙ্কা।

07:11 PM (IST) Jan 10

২০ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ৯৮, লড়াই করছেন পথুম নিশাঙ্ক

২০ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ৯৮। ৪১ রানে অপরাজিত পথুম নিশাঙ্ক।

06:52 PM (IST) Jan 10

শ্রীলঙ্কার তৃতীয় উইকেটের পতন, ২৩ রান করে উমরান মালিকের বলে আউট হয়ে গেলেন চরিত আসালাঙ্কা

২৩ রান করে আউট চরিত আসালাঙ্কা। ৩ উইকেট হারাল শ্রীলঙ্কা।

06:35 PM (IST) Jan 10

মন্থর গতিতে ব্যাটিং করছে শ্রীলঙ্কা, ১১ ওভারের শেষে স্কোর ২ উইকেটে ৫০

ভারতের বিশাল রান তাড়া করতে নেমে মন্থর গতিতে এগোচ্ছে শ্রীলঙ্কার ইনিংস।

06:18 PM (IST) Jan 10

কোনও রান করার আগেই মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে গেলেন কুশল মেন্ডিস

রান তাড়া করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গেল শ্রীলঙ্কা। জোড়া উইকেট মহম্মদ সিরাজের।

06:04 PM (IST) Jan 10

বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই মহম্মদ সিরাজের বলে আউট হয়ে গেলেন আবিষ্কা ফার্নান্ডো

রান তাড়া করতে নেমে চতুর্থ ওভারেই প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা। মহম্মদ সিরাজের বলে আউট হয়ে গেলেন আবিষ্কা ফার্নান্ডো।

05:45 PM (IST) Jan 10

বাংলাদেশের পর শ্রীলঙ্কা, পরপর ২ ওডিআই ম্যাচে ১১৩ রান করলেন বিরাট কোহলি

ওডিআই ফর্ম্যাটে পরপর ২ ম্যাচে ১১৩ রান করলেন বিরাট কোহলি।

05:29 PM (IST) Jan 10

দেশের মাটিতে ৯৯ ইনিংসে ২০টি শতরান করে ফেললেন বিরাট কোহলি, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই-তে শতরানের সংখ্যা ৯

ভারতের মাটিতে ওডিআই ফর্ম্যাটে ৯৯টি ইনিংস খেলে ২০টি শতরান করলেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে তিনি ৯টি শতরান করলেন।

05:14 PM (IST) Jan 10

শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতের স্কোর ৩৭৩/৭

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭ উইকেটে ৩৭৩ রান করল ভারতীয় দল।

05:06 PM (IST) Jan 10

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৩ রান করে আউট হয়ে গেলেন বিরাট কোহলি, বিশাল স্কোর ভারতের

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৭ বলে ১১৩ রান করে আউট হয়ে গেলেন বিরাট কোহলি। 

04:56 PM (IST) Jan 10

বাংলাদেশের পর শ্রীলঙ্কা, টানা ২ ওডিআই ম্যাচে শতরান করলে বিরাট কোহলি

শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করলেন বিরাট কোহলি। এটি ওডিআই ফর্ম্যাটে তাঁর ৪৫-তম শতরান।

04:47 PM (IST) Jan 10

১৪ রান করে আউট হার্দিক পান্ডিয়া, ৫ উইকেট হারাল ভারত, ক্রিজে অক্ষর প্যাটেল

১৪ রান করে আউট হয়ে গেলেন হার্দিক পান্ডিয়া। ৫ উইকেট হারাল ভারত।