সংক্ষিপ্ত
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের শুরুতেই চাপে পড়ে গিয়েছে ভারতীয় দল। সিরিজের প্রথম ২ ম্যাচেই ব্যর্থ হল ভারতের ব্যাটিং লাইনআপ।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতীয় দলকে ডুবিয়েছিল ব্যাটিং ব্যর্থতা। দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং বিভাগের ভুল শুধরে নিতে পারলেন না হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবরা। রবিবার টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৫২ রান করল ভারতীয় দল। সর্বাধিক ৫১ রান করলেন তিলক ভার্মা। জীবনের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচেই অর্ধশতরান করলেন তিলক। দ্বিতীয় সর্বাধিক ২৭ রান করেন ঈশান কিষান। অধিনায়ক হার্দিক করেন ২৪ রান। বাকিরা কেউই লড়াই করতে পারেননি। এই ম্যাচে জয় পেতে হলে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স দরকার। না হলে সিরিজে ০-২ পিছিয়ে পড়বে ভারত।
এদিন ভারতীয় দলে একটি বদল হয়। কুলদীপ যাদবের পরিবর্তে দলে আসেন রবি বিষ্ণোই। টসের সময় হার্দিক জানান, শনিবার হাতে চোট পান কুলদীপ। চোট গুরুতর না হলেও, কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই কুলদীপকে বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু এই সিরিজে ভারতীয় দলে অলরাউন্ডারের অভাব। হার্দিক ও অক্ষর প্যাটেল ছাড়া আর কোনও অলরাউন্ডার নেই। এর ফলেই সমস্যায় পড়তে হচ্ছে।
এদিনও বড় রান করতে পারেননি ভারতের তরুণ ওপেনার শুবমান গিল। ৯ বল খেলে ৭ রান করেই আউট হয়ে যান এই তরুণ। অপর ওপেনার ঈশান অবশ্য লড়াই করেন। ফের ব্যর্থ সূর্যকুমার। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ১ রান করেই আউট হয়ে যান এই তারকা। ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ইনিংস এগিয়ে নিয়ে যান তিলক। তাঁর ৪১ বলের ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। সঞ্জু স্যামসনও এদিন বড় রান পেলেন না। ৭ বলে ৭ রান করেই আউট হয়ে যান সঞ্জু। কিছুটা লড়াই করেন হার্দিক। অক্ষর করেন ১৪ রান। ৮ রান করে অপরাজিত থাকেন রবি। ৬ রান করে অপরাজিত থাকেন আর্শদীপ সিং।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন আলজারি জোশেফ। ২৮ রান দিয়ে ২ উইকেট নেন রোমারিও শেফার্ড। ২৯ রান দিয়ে ২ উইকেট নেন আকিল হোসেন।
সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে ভারতকে। না হলে ক্যারিবিয়ানরা ২-০ এগিয়ে যাবে। সেক্ষেত্রে শেষ ৩টি ম্যাচ জেতার চাপ তৈরি হবে। তখন শুবমান, সঞ্জুদের কাজটা আরও কঠিন হয়ে যাবে।
আরও পড়ুন-
পরিবারের ৪ ভাইয়ের মধ্যে বড় ধোনি তারপর বিরাট, রোহিত, হার্দিক, ব্যাখ্যা চাহালের
আগামী বছরের টি-২০ বিশ্বকাপে খেলার ইচ্ছা রয়েছে, ইঙ্গিত রোহিত শর্মার
Harleen Deol : আগামী মাসে এশিয়ান গেমস, বিরাট কোহলির অনুকরণে জিমে কসরত হারলিন দেওলের