India vs West Indies: ভারতের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন কুলদীপ যাদব এবং যশপ্রীত বুমরা। এছাড়া ২টি উইকেট মহম্মদ সিরাজের দখলে এবং ১টি করে উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।

India vs West Indies: জয়ের অনেকটাই কাছে টিম ইন্ডিয়া। চতুর্থ দিনের খেলা শেষ (india national cricket team vs west indies cricket team match scorecard)। হাতে রয়েছে একটা গোটা দিন। পঞ্চম দিনে, জয়ের জন্য ভারতের দরকার ৫৮ রান। 

ফিরে দেখা হাইলাইটস

দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত শুক্রবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট ম্যাচ (ind vs wi 2nd test match)। প্রথম ইনিংসে ভারত ৫ উইকেট হারিয়ে, ৫১৮ রান তোলার পর ইনিংস ডিক্লেয়ার করে দেয়। টিম ইন্ডিয়ার হয়ে দুরন্ত সেঞ্চুরি উপহার দেন ওপেনার যশস্বী জয়সওয়াল এবং অধিনায়ক শুভমান গিল। যশস্বীর সংগ্রহে ১৭৫ রান। অন্যদিকে, ক্যাপ্টেনের ঝুলিতে গুরুত্বপূর্ণ ১২৯ রান।

Scroll to load tweet…

সেইসঙ্গে, দলের আরেক ব্যাটার কেএল রাহুল করেন ৩৮ রান। সাই সুদর্শনও বেশ ভালো খেলেন। তাঁর ঝুলিতে ৮৭ রান। অন্যদিকে, নীতিশ কুমার রেড্ডি করেন ৪৩ রান এবং ধ্রুভ জুরেলের সংগ্রহে ৪৪ রান।

ক্যারিবিয়ানদের হয়ে ৩ উইকেট নেন জোমেল ওয়ারিকান এবং ১টি উইকেট পেয়েছেন অধিনায়ক রস্টন চেজ। জবাবে ব্যাট করতে নেমে, শুরু থেকেই বেকায়দায় পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের দাপুটে বোলিং-এর সামনে কার্যত, মুখ থুবড়ে পড়ে ক্যারিবিয়ানরা।

ওপেনার জন ক্যাম্পবেল ফিরে যান মাত্র ১০ রানে, আরেকজন ওপেনার ত্যাগেনারিন চন্দ্রপল কিছুটা লড়াই করে তোলেন ৩৪ রান। এরপর অ্যালিক অ্যাথানাজের ঝুলিতে ৪১ রান এবং এটিি ক্যারিবিয়ানদের ইনিংসে সর্বোচ্চ রান। এছাড়া শাই হোপের ঝুলিতে ৩৬ রান, টেভিন ইমলাচ করেন ২১ রান, জাস্টিন গ্রিভসের সংগ্রহে ১৭ রান এবং খারি পিয়ের ২৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

Scroll to load tweet…

অপরদিকে, জোমেল ওয়ারিকান ১, অ্যান্ডারসন ফিলিপ ২৪ এবং জেডেন সিলস ১৩ রান করেন। অধিনায়ক রস্টন চেজতো খাতাই খুলতে পারেননি। তাঁর ঝুলিতে শূন্য। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২৪৮ রানে। স্বাভাবিকভাবেই, ফলো-অন খায় তারা।

জয়ের দিকে এগোচ্ছে ভারত

ভারতের হয়ে কুলদীপ যাদব একাই নেন ৫ উইকেট। যার মধ্যে ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ রান করা অ্যাথানাজের উইকেটটিও রয়েছে। সেইসঙ্গে, রবীন্দ্র জাদেজার সংগ্রহে ৩ উইকেট। জাদেজার শিকারের তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রস্টন চেজ। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ।

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যালিক অ্যাথানাজে প্যাভিলিয়নে ফিরে যান ৭ রানে এবং ত্যাগেনারিন চন্দ্রপল করেছেন ১০ রান। কিন্তু তৃতীয় দিন থেকে জন ক্যাম্পবেল এবং শাই হোপের অসাধারণ লড়াই ওয়েস্ট ইন্ডিজকে ঘুরে দাঁড়াতে সাহায্য করল। এই জুটি না থাকলে হয়ত, ম্যাচে ফিরতেই পারত না ক্যারিবিয়ানরা। 

Scroll to load tweet…

১১৫ রানের ইনিংস উপহার দেন ক্যাম্পবেল এবং শতরান পান শাই হোপও। তাঁর সংগ্রহে ১০৩ রান। অধিনায়ক রস্টন চেজ করেন ৪০ রান, টেভিন ইমলাচ ১২ এবং শেষদিকে নেমে জাস্টিন গ্রিভস গুরুত্বপূর্ণ ৫০ রান যোগ করেন। খারি পিয়ের খালি হাতে প্যাভিলিয়নে ফেরেন। জোমেল ওয়ারিকানের সংগ্রহে ৩ রান, অ্যান্ডারসন ফিলিপ ২ এবং জেডেন সিলস ৩২ রান করেন। শেষপর্যন্ত, ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয় ৩৯০ রানে। 

ভারতের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন কুলদীপ যাদব এবং যশপ্রীত বুমরা। এছাড়া ২টি উইকেট মহম্মদ সিরাজের দখলে এবং ১টি করে উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।

তবে লড়াইতে ফিরলেও জয়ের সম্ভাবনা ক্ষীণ ক্যারিবিয়ায়নদের। কারণ, ভারতের বিধ্বংসী ব্যাটিং লাইন-আপ। ইতিমধ্যেই ভারত ব্যাট করতেও নেমে গেছে। চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ১ উইকেট হারিয়ে ৬৩ রান।

যশস্বী জয়সওয়াল ৮ রানে ফিরে গেছেন। ক্রিজে কেএল রাহুল ২৫ রানে এবং সাই সুদর্শন ৩০ রানে অপরাজিত আছেন। শেষদিন, জয়ের জন্য ভারতের দরকার মাত্র ৫৮ রান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।