সংক্ষিপ্ত

প্রত্যাশিতভাবে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচেও জয় পেল ভারতীয় দল। সিরিজের ফল হল ৪-১। আত্মতুষ্টির ফলে প্রথম ম্যাচে হেরে না গেলে ৫-০ ফলে সিরিজ জিতত ভারত।

জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ৪২ রানে জয় পেল ভারতীয় দল। এর ফলে শুবমান গিলদের পক্ষে সিরিজের ফল হল ৪-১। ভারতের দ্বিতীয় সারির দলই জিম্বাবোয়েকে হেলায় হারিয়ে দিল। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় সিরিজের শুরুটা ভালোভাবে করতে পারেনি ভারতীয় দল। তবে এরপর টানা ৪ ম্যাচে জয় পেল ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পাত্তা দেওয়ার মতো দল নয় জিম্বাবোয়ে। এই কারণেই জিম্বাবোয়ে সফরে প্রথম সারির ক্রিকেটারদের পাঠায়নি বিসিসিআই। এই সিদ্ধান্ত ঠিক প্রমাণিত হল। শুবমান, যশস্বী জয়সোয়াল, ওয়াশিংটন সুন্দররা প্রমাণ করে দিলেন, তাঁরাও ভারতীয় দলকে ভরসা দিতে তৈরি।

বোলারদের দাপটে সহজ জয় ভারতের

এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৬৭ রান করে ভারতীয় দল। ৪৫ বলে ৫৮ রান করেন উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। ১২ বলে ২৬ রান করেন শিবম দুবে। ২২ রান করেন রিয়ান পরাগ। ওপেনার যশস্বী করেন ১২ রান। অপর ওপেনার তথা অধিনায়ক শুবমান করেন ১৩ রান। অভিষেক শর্মা করেন ১৪ রান। ১১ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। ১ রান করে অপরাজিত থাকেন ওয়াশিংটন। রান তাড়া করতে নেমে ১৮.৩ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে গেল জিম্বাবোয়ে। সর্বাধিক ৩৪ রান করেন ডিয়ন মায়ার্স। ওপেনার তাদিওয়ানাশে মারুমানি করেন ২৭ রান। ফরজ আক্রমও করেন ২৭ রান। ব্রায়ান বেনেট করেন ১০ রান। অধিনায়ক সিকন্দর রাজা করেন ৮ রান।

মুকেশ কুমারের অসাধারণ বোলিং

ভারতের হয়ে সেরা পারফরম্যান্স দেখান বাংলার পেসার মুকেশ কুমার। ৩.৩ ওভার বোলিং করে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন মুকেশ। ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন শিবম। ১ উইকেট করে নেন তুষার দেশপাণ্ডে, ওয়াশিংটন ও অভিষেক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Yashasvi Jaiswal: আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দ্বিতীয় ব্যাটার হিসেবে বিরল নজির যশস্বী জয়সোয়ালের

Anshuman Gaekwad: ক্যান্সারে আক্রান্ত অংশুমান গায়কোয়াড়ের পাশে বিসিসিআই, ১ কোটি টাকা সাহায্য

WCL 2024: পাকিস্তানকে হারিয়ে এল ট্রফি, ফের ক্রিকেটে বিশ্বসেরা ভারত