IND vs PAK Legends League: লেজেন্ডস চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নামার আগেই বেঁকে বসল ভারত। কিন্তু পাকিস্তান বলছে, পয়েন্ট ভাগাভাগি করবে না তারা। এমনটাই জানা যাচ্ছে পাক ক্রিকেটের তরফে।
IND vs PAK Legends League: লেজেন্ডস চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নামার ঠিক আগেই বেঁকে বসল ভারত। তারা ম্যাচ খেলবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। অর্থাৎ, লেজেন্ডস চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নামার আগেই বেঁকে বসল ভারত। কিন্তু পাকিস্তান বলছে, পয়েন্ট ভাগাভাগি করবে না তারা। এমনটাই জানা যাচ্ছে পাক ক্রিকেটের তরফে।
পয়েন্ট ভাগাভাগি করবে না বলেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে পাক দল
কিন্তু ভারত পিছিয়ে যাওয়ার ফলে, পয়েন্ট ভাগাভাগি করবে না বলেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে পাক দল। ম্যাচের ঠিক আগে, ভারতই ম্যাচ থেকে পিছিয়ে গেছে এবং সেইজন্য পয়েন্ট ভাগাভাগি করার কোনও প্রশ্নই ওঠে না বলে জানিয়েছে পাকিস্তান। এমনটাই জানা যাচ্ছে আয়োজকদের তরফ থেকে। ভারত অকারণে পিছিয়ে যাওয়ার জেরে, এই ম্যাচ থেকে পাওয়া দুই পয়েন্ট পাক দলেরই প্রাপ্য বলে মত প্রকাশ করেছেন পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলের মালিক কামিল খান।
ভারত এবং পাকিস্তান ফাইনালে উঠলে, তখন আবার বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা যাবে
তবে এই ম্যাচের ক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি করা যাবে না বলেই দাবি তুলেছে পাকিস্তান। গত লেজেন্ডস চ্যাম্পিয়নশিপের রানার্স-আপ দল পাকিস্তান এবার প্রথম ম্যাচে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সকে পাঁচ রানে হারিয়ে দিয়েছে। শুক্রবার, দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিরুদ্ধে পাকিস্তানের পরবর্তী ম্যাচ রয়েছে।
মোট ৬টি দল অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে। এই মুহূর্তে পাকিস্তান চ্যাম্পিয়ন্স রয়েছে পয়েন্ট তালিকার একেবারে শীর্ষে। দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স আছে দ্বিতীয় স্থানে এবং ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স আছে তৃতীয় স্থানে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিরুদ্ধে ভারতীয় চ্যাম্পিয়ন্সের পরবর্তী ম্যাচ রয়েছে।
ভারত চ্যাম্পিয়ন্স এবং পাকিস্তান চ্যাম্পিয়ন্সের মধ্যে ম্যাচ
রবিবার, প্রাক্তন তারকাদের নিয়ে গঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টে যুবরাজ সিংয়ের নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স এবং পাকিস্তান চ্যাম্পিয়ন্সের মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই, ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করা শাহিদ আফ্রিদি পাকিস্তান দলে রয়েছেন বলে উল্লেখ করে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না বলে জানিয়ে দেন ভারতীয় ক্রিকেটাররা। কার্যত, তারা অনড় অবস্থান নেওয়ার ফলেই ম্যাচটি বাতিল করা হয়।
এমনকি, আফ্রিদি সহ পাক দলের বিরুদ্ধে কোনওরকম প্রদর্শনী ম্যাচও খেলবেন না বলে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান আগেই স্পষ্ট করে দিয়েছিলেন। এরপর সুরেশ রায়না, যুবরাজ সিং, ইউসুফ পাঠান সহ অন্যান্য খেলোয়াড়রাও পাকিস্তানের বিরুদ্ধে একই অবস্থান নেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


