সংক্ষিপ্ত
মহিলাদের টি-২০ সিরিজে বাংলাদেশকে সহজেই হারিয়ে দিয়েছেন হরমনপ্রীত কউর, দীপ্তি শর্মারা। কিন্তু ওডিআই সিরিজের প্রথম ম্যাচেই হেরে চাপে পড়ে গেল ভারতীয় দল।
বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৪০ রানে হেরে গেল ভারতীয় দল। মহিলাদের ওডিআই ফর্ম্যাটে এই প্রথম ভারতের বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ। এবারের বাংলাদেশ সফরে এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হেরে গেল ভারত। টি-২০ সিরিজের প্রথম ২ ম্যাচ জেতার পর তৃতীয় ম্যাচে হেরে যান হরমনপ্রীত কউর, দীপ্তি শর্মারা। এরপর ওডিআই সিরিজের প্রথম ম্যাচেও হেরে গেল ভারত। টি-২০ সিরিজের শেষ ম্যাচের মতোই ওডিআই সিরিজের প্রথম ম্যাচেও ব্যাটিং ব্যর্থতার জন্যই হারতে হল ভারতীয় দলকে। রবিবার ভারতের কোনও ব্যাটারই বড় স্কোর করতে পারেননি। সেই কারণেই বড় রান না করা সত্ত্বেও সহজ জয় পেল বাংলাদেশ।
এদিন টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠান ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর। তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দেন বোলাররা। ৪৩ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের হয়ে ৩১ রান দিয়ে ৪ উইকেট নেন আমনজ্যোত কউর। ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন দেবিকা বৈদ্য। ২৬ রান দিয়ে ১ উইকেট নেন দীপ্তি। বাংলাদেশের হয়ে সর্বাধিক ৩৯ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ২৭ রান করেন ফরজানা হক। ১৬ রান করেন সুবতানা খাতুন। ওপেনার মুরশিদা খাতুন করেন ১৩ রান। অপর ওপেনার শরমিন আখতার ১৮ বল থেলে রান করার আগেই রান আউট হয়ে যান। ৯ রান করেন ঋতু মণি। রাবেয়া খান করেন ১০ রান। নাহিদা আখতার করেন ২ রান। ১২ রান করে অপরাজিত থাকেন ফাহিমা খাতুন। ৬ রান করেন মারুফা আখতার। কোনও বল খেলার আগেই অবসৃত হন স্বর্ণা আখতার।
১৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩৫.৫ ওভারে ১১৩ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। সর্বাধিক ২০ রান করেন দীপ্তি। ১৫ রান করেন ইয়াস্তিকা ভাটিয়া। ওপেনার প্রিয়া পুনিয়া করেন ১০ রান। অপর ওপেনার স্মৃতি করেন ১১ রান। অধিনায়ক হরমনপ্রীত করেন ৫ রান। জেমাইমা রডরিগেজ করেন ১০ রান। ১৫ রান করেন আমনজ্যোত। প্রথম বলেই আউট হয়ে যান স্নেহ রানা। ১০ রান করে অপরাজিত থাকেন দেবিকা। ৭ রান করেন পূজা বস্ত্রকর। ২ রান করেন বারেদ্দি অনুশা। বাংলাদেশের হয়ে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন মারুফা। ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন রাবেয়া। ১৬ রান দিয়ে ১ উইকেট নেন নাহিদা। ২০ রান দিয়ে ১ উইকেট নেন সুলতানা।
আরও পড়ুন-
ফের নেটে ব্যাটিং অনুশীলন, ক্রিকেট থেকে দূরে থাকতে পারছেন না ইরফান পাঠান
কঠোর পরিশ্রমের ফল পেলাম, টেস্ট অভিষেকে শতরানের পর বার্তা যশস্বী জয়সোয়ালের
ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ চালু হোক, মত প্রাক্তন অধিনায়ক মিসবা-উল-হকের