সংক্ষিপ্ত

২০২২-এর টি-২০ বিশ্বকাপ বিরাট কোহলিকে নতুন করে প্রতিষ্ঠা দিয়েছে। সেই ম্যাচে টি-২০ ফর্ম্যাটে সেরা ইনিংস খেলেন বিরাট। তাঁর সেই ইনিংস নিয়ে এখনও ক্রিকেট দুনিয়ায় চর্চা চলছে।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরিুদ্ধে যে অতিমানবিক ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি, সেই ইনিংস নিয়ে এখনও ক্রিকেট মহলে আলোচনা চলছে। আইপিএল-এর মাঝেও ঘুরে-ফিরে আসছে সেই ইনিংসের কথা। এ প্রসঙ্গে একটি অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল বিরাটকে। তাঁর জবাব, 'আমাকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছিল। আমি এশিয়া কাপে ভালো পারফরম্যান্স দেখাই। তখনই আমার মনে হয়েছিল, আমি বিশ্বকাপের জন্য তৈরি। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০ ওভারে আমাদের স্কোর ছিল ৪ উইকেটে ৩১। আমার জন্যই রান আউট হয়ে যায় অক্ষর (প্যাটেল)। আমি ২৫ বল খেলে ১২ রানে ব্যাটিং করছিলাম। ম্যাচের বিরতির সময়টা আমার মনে আছে। রাহুল (দ্রাবিড়) ভাই আমার কাছে আসেন। তিনি কী বলেছিলেন মনে নেই। আম তাঁকে সে কথা বলেছি। সেই সময় আমি এমন পরিস্থিতিতে ছিলাম, কোনও কথাই মনে নেই।'

বিরাট আরও বলেছেন, ‘আমার মাথা কাজ করছিল না। আমার মনে হচ্ছিল, এটাই সবচেয়ে খারাপ পরিস্থিতি। অতীতের চেয়েও খারাপ পরিস্থিতি বলে মনে হচ্ছিল। ম্যাচের মাঝপথে মনে হচ্ছিল, এখান থেকে ফেরার উপায় নেই। এরপরেই আমার স্বাভাবিক খেলা শুরু করি। আমি যে মুহূর্তে চিন্তা থামিয়ে দিই, পরিকল্পনা বন্ধ করে দিই, সেই মুহূর্ত থেকেই ঈশ্বর-প্রদত্ত প্রতিভা অনুযায়ী খেলা শুরু করি। আমার মনে হচ্ছিল, উচ্চ কিছু আমাকে পরিচালনা করছে। আমি অতীতেও এরকমভাবে খেলার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। আমি এই ইনিংস থেকে শিক্ষা পেয়েছি, বেশি ভাবনা-চিন্তা করলে আসল বিষয় থেকে সরে যায় মন। সেই রাতে যা হয়েছিল সেটা আমি ব্যাখ্যা করতে পারব না। সেটা আর কোনওদিন হবে না।’

পাকিস্তানের বিরুদ্ধে ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৫৩ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন বিরাট। হ্যারিস রউফের বলে যে শটে ওভার-বাউন্ডারি মারেন বিরাট, সেই শট বিখ্যাত হয়ে গিয়েছে। সেই ওভারই ভারতের জয় নিশ্চিত করে দেয়। বিরাটের পাশাপাশি অসাধারণ লড়াই করেন হার্দিক পান্ডিয়া। 

এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৫৯ রান করে পাকিস্তান। অর্ধশতরান করেন শান মাসুদ ও ইফতিকার আহমেদ। রান তাড়া করতে নেমে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় ভারত। সেই অবস্থা থেকে দুর্দান্ত লড়াই করে ভারতকে জেতান বিরাট

আরও পড়ুন-

IPL 2023: আইপিএল ম্যাচে স্টেডিয়ামে সিএএ, এনআরসি-বিরোধী ব্যানার রাখা যাবে না

সুরেশ রায়নার আত্মীয়কে খুনের অভিযোগ ছিল, এনকাউন্টারে খতম দাগী অপরাধী

সাপ ধরার প্রশিক্ষণ নিচ্ছে বাইচুং ভুটিয়ার ছেলে ইউজেন