Indian Cricket Stadium Capacity: দেশের বুকে স্থাপিত হতে চলেছে আরও ৫টি নতুন ক্রিকেট স্টেডিয়াম। ইতিমধ্যেই সেই ছাড়পত্রও চলে এসেছে। সেই পাঁচটি স্টেডিয়ামের মধ্যে আবার একটি স্টেডিয়ামে দর্শকাসন থাকবে মোট ১,৩২,০০০।
Indian Cricket Stadium Capacity: ভারতের বুকে নয়া ৫টি স্টেডিয়াম। এমনিতে দেশের প্রায় প্রতিটি রাজ্যেই আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম রয়েছে (indian cricket stadium seating capacity)। কোনও কোনও রাজ্যে সেই সংখ্যা আরও বেশি (indian cricket stadium name)।
একটি স্টেডিয়ামে দর্শকাসন থাকবে মোট ১,৩২,০০০?
এবার দেশের বুকে স্থাপিত হতে চলেছে আরও ৫টি নতুন ক্রিকেট স্টেডিয়াম। ইতিমধ্যেই সেই ছাড়পত্রও চলে এসেছে। সেই পাঁচটি স্টেডিয়ামের মধ্যে আবার একটি স্টেডিয়ামে দর্শকাসন থাকবে মোট ১,৩২,০০০।
অর্থাৎ, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামকেও ছাপিয়ে যেতে চলেছে এটি। অমরাবতীতে ১,৩২,০০ দর্শকাসনের নয়া স্টেডিয়াম তৈরি হতে চলেছে। অন্ধ্রপ্রদেশ ক্রিকেট সংস্থা এবং রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, দেশের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামটি এবার তৈরি করবে তারা।
সেই রাজ্যের ক্রিকেট সংস্থার সভাপতি কেসিনেনি শিবনাথ বলেছেন, সরকারের কাছ থেকে সেই কারণে, ৬০ একর জায়গা চাওয়া হয়েছে। সবথেকে বড় বিষয়, অমরাবতীতে ২০০ একর জমির উপর একটি স্পোর্টস সিটি তৈরি করার পরিকল্পনা করা হয়েছে।
মুম্বইতে আরও একটি স্টেডিয়াম
তার মধ্যেই থাকবে এই স্টেডিয়ামটি। সেটিতে দর্শকাসন থাকবে মোট ১,৩২,০০০ জনের। এক্ষেত্রে স্টেডিয়াম তৈরির ক্ষেত্রে সাহায্য করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেইসঙ্গে, মুম্বইতেও ১,০০,০০০ দর্শকাসনের একটি স্টেডিয়াম তৈরি করা হবে।
ওয়াংখেড়ে তো আছেই। পাশাপাশি আরও একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরি করার কাজ চলছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, জায়গা চিহ্নিত করা হয়ে গেছে।
আগামী ২০৩০ সালের মধ্যে এই কাজ শেষ করার পরিকল্পনা করা হয়েছে। কারণ, সেই বছরই মুম্বই ক্রিকেট সংস্থার ১০০ বছর পূর্ণ হতে চলেছে। জানা যাচ্ছে, এই স্টেডিয়ামে একসঙ্গে ১,০০,০০০ দর্শক বসে খেলা দেখতে পারবেন।
কর্নাটকেও ৮০,০০০ দর্শকাসনের একটি স্টেডিয়াম তৈরি করা হবে। ৭৫ একর জায়গার উপর তৈরি করা হবে এই আধুনিক মানের স্টেডিয়ামটি। বেঙ্গালুরু থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সেই স্টেডিয়ামটি তৈরি করা হবে। খরচ হতে পারে মোট ২৩৫০ কোটি টাকা। নতুন এই স্টেডিয়ামে ৮০,০০০ দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন।
অন্যদিকে, কোচিতেও একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেরালা ক্রিকেট সংস্থার তরফ থেকে। রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যগে কোচি বিমানবন্দরের কাছেই ৩০ একর জায়গার উপর তৈরি করা হবে এই আন্তর্জাতিক মানের স্টেডিয়ামটি। সেই জন্য মোট ৪৫০ কোটি টাকা খরচ হবে। একসঙ্গে ৪০,০০০ দর্শক বসে খেলা দেখতে পারবেন এই মাঠে।
উত্তরপ্রদেশে এমনিতেই তিনটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম রয়েছে। এবার চতুর্থ স্টেডিয়াম তৈরি হতে চলেছে গোরক্ষপুরে। ৫০ একর জায়গার উপর এই স্টেডিয়ামটি তৈরি হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে গোরক্ষপুর মঠের মোহান্ত। তিনি জানিয়েছেন, আগামী দেড় বছরের মধ্যে এই স্টেডিয়াম তৈরি করে ফেলা হবে। খরচ হবে হবে প্রায় ২৫০ কোটি টাকা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


