Indian Cricket Team: মাঝের এই সময়টা শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের একটি ক্রিকেট সিরিজ় আয়োজন করার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু সেটা আপাতত অনিশ্চিত।
Indian Cricket Team: ইংল্যান্ডের মাটিতে টানা দেড়মাসব্যপী টেস্ট সিরিজ় খেলল ভারত। এবার একে একে ক্রিকেটারেরা দেশে ফিরে আসছেন (indian cricket team schedule 2025)। লম্বা এই টেস্ট সিরিজ় খেলার পর, দরকার টানা বিশ্রাম। এবার দলের খেলোয়াড়রা ঠিক সেটাই পেতে চলেছেন। আগামী এক মাস কোনও ম্যাচ নেই ভারতের। তবে তারপরের পাঁচ মাসে রয়েছে টানা ক্রিকেট (indian cricket team schedule)।
যদিও ইংল্যান্ডের পর, ভারতীয় দলের বাংলাদেশ সফর ছিল
একদিনের সিরিজ় হওয়ার কথা ছিল সেটি। তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জেরে, সেই সিরিজ়কে পিছিয়ে দেওয়া হয়েছে। আপাতত পরের বছর তা হওয়ার কথা রয়েছে। তবে জানা গেছে, মাঝের এই সময়টা শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের একটি ক্রিকেট সিরিজ় আয়োজন করার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু সেটা আপাতত অনিশ্চিত।

অর্থাৎ, ভারত এরপর সরাসরি এশিয়া কাপে খেলতে নামবে। আগামী সেপ্টেম্বর মাসের ১০ তারিখ তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। এরপর ১৪ সেপ্টেম্বর ভারত খেলবে পাকিস্তানের বিরুদ্ধে এবং ১৯ তারিখ রয়েছে ওমানের বিরুদ্ধে ম্যাচ।
যদি ভারত ‘সুপার ফোর’-এর যোগ্যতা অর্জন করে, তাহলে তাদের আরও তিনটি ম্যাচ খেলতে হবে। তারপর ফাইনালে উঠলে আরও একটা ম্যাচ রয়েছে। অর্থাৎ, মোট ৭টি টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।
অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ় রয়েছে ভারতের
আগামী ২-৬ অক্টোবর আহমেদাবাদে এবং ১০-১৪ অক্টোবর দিল্লীতে দুটি টেস্ট ম্যাচ খেলা হবে। এরপর ভারত অস্ট্রেলিয়া উড়ে যাবে একদিনের সিরিজ় খেলতে। সেখানে রয়েছে তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি-২০ ম্যাচ। সেই ওয়ান ডে সিরিজ়ে খেলতে পারেন বিরাট কোহলি এবং রোহিত শর্মাও। তিনটি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৯, ২৩ এবং ২৫ অক্টোবর। টি-২০ ম্যাচটি হবে ২৯ ও ৩১ অক্টোবর, এবং নভেম্বরের ২, ৬ ও ৮ তারিখে।

তারপরেই নভেম্বর মাসে, দক্ষিণ আফ্রিকা ভারতে আসবে তিনটি ফরম্যাটের সিরিজ় খেলতে। সেই সিরিজের প্রথম টেস্টটি খেলা হবে ১৪-১৮ নভেম্বর কলকাতাতে এবং তারপর ২২-২৬ নভেম্বর গুয়াহাটিতে। এছাড়াও তিনটে একদিনের ম্যাচ হবে ৩০ নভেম্বর, ৩ এবং ৬ ডিসেম্বর। খেলাগুলি হবে রাঁচি, রায়পুর এবং বিশাখাপত্তনমে। পাঁচটি টি-২০ ম্যাচ হবে ডিসেম্বরের ৯, ১১, ১৪, ১৭ এবং ১৯ তারিখে।
এরপর ভারতে আসবে নিউজ়িল্যান্ড
তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে তারা। তারপরেই রয়েছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। যে মেগা প্রতিযোগিতার আয়োজক হল ভারত এবং শ্রীলঙ্কা। তারপরেই শুরু হয়ে যাবে আইপিএল। এই টি -২০ লিগ শেষ হলেই আফগানিস্তান ক্রিকেট দল ভারতে আসবে একটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচ খেলতে। তারপর আবার ভারত ইংল্যান্ডে যাবে একদিনের সিরিজ় খেলতে। সেখানে রয়েছে তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি-২০।

পরের বছরের অগাস্ট মাসে, শ্রীলঙ্কায় দুটি টেস্ট ম্যাচ খেলতে যাবে ভারত। এরপর সেপ্টেম্বর মাসে, আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচ খেলবে ভারত।আবার সেই মাসেই ওয়েস্ট ইন্ডিজ় ভারতে আসবে। তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। অক্টোবর মাসে, নিউজ়িল্যান্ডে যাবে ভারত। সেখানে রয়েছে দুটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটা টি-২০।
ডিসেম্বর মাসে আবার শ্রীলঙ্কা আসবে ভারতে। তারা খেলবে তিনটে একদিনের ম্যাচ এবং তিনটে টি-২০। আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসে, অস্ট্রেলিয়া ভারতে আসবে টেস্ট সিরিজ় খেলতে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

