খারাপ ফর্মে থাকা সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদবকে বাদ দেওয়া হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
জয়ের লক্ষ্যে নেমে ইংল্যান্ড ১০.৩ ওভারে মাত্র ৯৭ রানে অলআউট হয়ে যায়। ৩টি উইকেট নেন মহম্মদ শামি, ২টি করে উইকেট নিয়েছেন শিবম দুবে, অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তী ইংল্যান্ডকে কার্যত ধ্বংস করে দেন। এই জয়ের মাধ্যমে ভারত ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিল। আর এই জয়ের পরেই মুখ খুললেন গম্ভীর।
আর এবার অভিষেকের ইনিংসের প্রশংসা করেছেন কোচ গৌতম গম্ভীর নিজেও। তিনি বলেন, "ইংল্যান্ড একটি উচ্চমানের দল। একটি ম্যাচ হারার ফলে, ভয় আমাদের নেই। সামগ্রিকভাবে ২৫০-২৬০ রান করতে চাই, কখনও কখনও ১২০ রানেও আউট হতে পারি। তবে আমরা সঠিক পথেই রয়েছি। এইভাবেই আমরা এগিয়ে যাব বলে আশা রাখি। ভয়হীন ক্রিকেট খেলার চেষ্টা করছি। অভিষেক শর্মার মতো খেলোয়াড়দের আমি সমর্থন করতে চাই আরও বেশি করে। এই ধরনের খেলোয়াড়দের সমর্থন করা গুরুত্বপূর্ণ। ভয়হীন ক্রিকেট খেলার মতবাদে বিশ্বাসী সবাই ওরা।''
টি-২০ ক্রিকেটে নির্দিষ্ট কোন ব্যাটিং অর্ডার নেই বলেও জানিয়েছেন গম্ভীর। তাঁর মতে, ''নিয়মিত ১৪০-১৫০ কিমি বেগে বোলিং করা বোলারদের বিরুদ্ধে এত ভালো সেঞ্চুরি আমি এর আগ দেখিনি। দলে থাকা খেলোয়াড়রা একে অপরের সঙ্গে অনেক ক্রিকেট খেলেছে। মোট ১৪০-১৫০ কোটি ভারতীয়দের প্রতিনিধিত্ব করার অর্থ যে কী, তা আমাদের খেলোয়াড়রা ভালো করেই জানে। ওপেনার ছাড়া নির্দিষ্ট কোন ব্যাটিং অর্ডার নেই, এটাই আসলে টি-২০ ক্রিকেট। ওয়ানডেতেও যতটা সম্ভব আক্রমণাত্মক খেলতে চাই, দর্শকদের মনোরঞ্জন করতে চাই আমরা।''
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
