সংক্ষিপ্ত
কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে এবারের আইপিএল-এ প্রথম জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। এরপর এগিয়ে যাওয়াই লক্ষ্য ডেভিড ওয়ার্নারের দলের। সোমবার পরবর্তী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে দিল্লি।
বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। এটাই এবারের আইপিএল-এ ডেভিড ওয়ার্নারের দলের প্রথম ম্যাচ। এরপর শুক্রবার এল আরও একটি ভালো খবর। বেঙ্গালুরু থেকে দিল্লি ফেরার পথে যে ক্রিকেট কিটস চুরি গিয়েছিল, সেগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। যারা এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাদেরও চিহ্নিত করা সম্ভব হয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টে তদন্তকারীদের ধন্যবাদ জানিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। তাঁরও একাধিক ব্যাট চুরি হয়ে গিয়েছিল। সেগুলি ফেরত পেয়ে খুশি ওয়ার্নার। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামার আগেই কিটস ফেরত পেয়ে দলের সবাই স্বস্তিতে। যাতায়াতের পথে এভাবে ভারতীয় ও বিদেশি ক্রিকেটারদের ব্যাট, প্যাড, গ্লাভস, বুট চুরি যাওয়ায় দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট, পুলিশ, বিমানবন্দর কর্তৃপক্ষও বিড়ম্বনায় পড়ে গিয়েছিল। শেষপর্যন্ত বেশিরভাগ জিনিসপত্রই উদ্ধার হওয়ায় সবাই খুশি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলে দিল্লি ফেরার সময় দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারদের ১৬টি ব্যাট, বেশ কয়েক জোড়া জুতো, প্যাড, থাই প্যাড গ্লাভস চুরি হয়ে যায়। ওয়ার্নারের তিনটি ব্যাট, মিচেল মার্শের দু'টি ব্যাট, ফিল সল্টের তিনটি ব্যাট, যশ ধূলের পাঁচটি ব্যাট চুরি হয়ে গিয়েছে। বিদেশি ক্রিকেটারদের প্রতিটি ব্যাটের দাম এক লক্ষ টাকার কাছাকাছি। ফলে এই ঘটনায় নড়েচড়ে বসে পুলিশ। আইপিএল-এর ইতিহাসে এই ঘটনা এর আগে কোনওদিন ঘটেনি। পুলিশের পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষকেও বিষয়টি জানায় দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট। এরপরই চুরি যাওয়া জিনিসগুলি উদ্ধার হল।
বৃহস্পতিবার কেকেআর-কে হারানোর পর দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘শেষপর্যন্ত জয় পেয়ে ভালো লাগছে। মরসুমের প্রথম পয়েন্ট পাওয়ার চাপ এত বেশি ছিল যে আমি ডাগআউটে বসে টেস্ট ক্রিকেটে আমার প্রথম রান করার কথা ভাবছিলাম। এদিন আমরা সৌভাগ্যবান ছিলাম। আমরা এই মরসুমে এর আগেও ভালো বোলিং করেছি। কিন্তু আমাদের দলের সমস্যা হচ্ছিল ব্যাটিং। আমাদের দল নিয়ে এখনও চিন্তাভাবনা করতে হবে। আমরা কীভাবে উন্নতি করতে পারি, সেটা ভাবতে হবে। আমাদের দলের স্পিনাররা ভালো বোলিং করেছে। আমি জানি, আমরা ভালো খেলতে পারিনি। আমরা যাতে আরও ভালো ব্যাটিং করতে পারি, সেই উপায় খুঁজে বের করতে হবে।’
অধিনায়ক ওয়ার্নার বলেন, ‘শেষপর্যন্ত আমরা জয় পেলাম। এবার আমরা হায়দরাবাদে যাচ্ছি। আমাদের দলের বোলিং বিভাগ নিয়ে আমরা গর্বিত। আমরা অসাধারণ বোলিং করে পাওয়ার-প্লে-তে উইকেট পেয়েছি। তবে আমরা পরপর উইকেট হারিয়েছি। আমরা নিজেদের পারফরম্যান্স নিয়ে একে অপরের সঙ্গে সবসময় আলোচনা করি। আমাদের কোথায় উন্নতি করতে হবে সে ব্যাপারে আলোচনা করছি আমরা।’
আরও পড়ুন-
ওয়ান-ডে ক্রিকেটে ব্যাট-বলের সমতা নেই, ফর্ম্যাটে বদল আনার পক্ষে সওয়াল সচিনের
IPL 2023: ভারতে মহেন্দ্র সিং ধোনির চেয়ে বড় ক্রিকেটার কেউ নেই, মত হরভজন সিংয়ের
IPL 2023 : ঘরের মাঠে লখনউয়ের কাছে হেরেও আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান